হোম > রাজনীতি

চৌধুরী হাসান সারওয়ার্দীকে এলডিপি থেকে সাময়িক বহিষ্কার

স্টাফ রিপোর্টার

লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপি'র প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব) চৌধুরী হাসান সারওয়ার্দীকে এলডিপি থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির-এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা লক্ষ্য করেছি যে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি -এলডিপি'র প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব) চৌধুরী হাসান সারওয়ার্দী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি সম্পর্কে অত্যন্ত বিভ্রান্তিকর একটি স্ট্যাটাস দিয়েছে। এটি এলডিপি'র দলীয় কোন সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ নয়।

এতে তিনি লিখেছেন- "বিএনপির সাথে এলডিপির কোনো জোট ছিলনা বা লিখিত চুক্তিও ছিলনা। ছিল বিশ্বাস ও আলোচনা। তারা বিশ্বাস ভঙ্গ করেছে, তারা মোনাফেক। তালাক দেয়া বউয়ের সাথে আবার সংসার করা যায়না, এটা অনৈতিক। এদের সাথে সকল সম্পর্ক শেষ।

এদের সাথে আলোচনা করা অর্থ সময় ক্ষেপণ, মিথ্যার ফুলঝুরি শোনা। বিএনপি এখন পতনশীল, পচনশীল একটি দুর্নীতিবাজ, চাঁদাবাজ মাফিয়া সিন্ডিকেট। এদের কাছে সততা আশা করা যায়না। যাদের সম্মান, মর্যাদা আছে তারা এদের থেকে নিরাপদ দুরত্বে থাকা উত্তম। এরা সশস্ত্র বাহিনীর অফিসারদের চরম অপমান করে। এদের পতন অনিবার্য।"

এধরণের বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং দলীয় শৃঙ্খলা পরিপন্থী। বিষয়টি এলডিপি সভাপতি কর্ণেল (অবঃ) অলি আহমেদ সহ আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

দেশের এই ক্রান্তিলগ্নে বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল হসেবে দেশকে স্থিতিশীল ও সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এলডিপি'র শীর্ষ নেতৃত্বে থেকে এমন অবিবেচকের মতো উক্তি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অদ্য ২০ ডিসেম্বর ২০২৫খি. তারিখে এলডিপি'র প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব) চৌধুরী হাসান সারওয়ার্দী কে দলের সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো এবং কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী ৩ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য দলের সভাপতি মহোদয়ের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

তারেক রহমান আসছেন মানেই গণতন্ত্র ফেরত আসছে: মির্জা আব্বাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

সম্পাদক মাহমুদুর রহমানকে নিয়ে মিথ্যা প্রপাগান্ডার তীব্র নিন্দা

দল-মতের ঊর্ধ্বে উঠে হাদির জানাজায় অংশ নিন

বক্তব্যের ব্যাখ্যা দিলেন জাবি শিবির সেক্রেটারি

লন্ডন থেকে ফিরে হাদির লাশ দেখতে হাসপাতালে জামায়াত আমির

লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জুবাইদা রহমান

চলমান হামলার ঘটনায় নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র বলছে বিএনপি

হাদিকে অনুসরণ করে কোটি জনতা জেগে থাকুক: মহিলা জামায়াত

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে