হোম > রাজনীতি

আওয়ামী প্রেতাত্মারা সরকারের ভেতরে ঢুকে নির্বাচনে পেছানোর ষড়যন্ত্র করছে: আমিনুল হক

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা এ সরকারের ভেতরে ঢুকে নির্বাচনে পেছানোর ষড়যন্ত্র করে যাচ্ছে। একটি গোষ্ঠী ক্ষমতার মোহে পড়ে সংস্কারের কথা বলে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।

শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছি। কিন্তু একটি গোষ্ঠী ক্ষমতার মোহে পড়ে গেছে। তারা সংস্কারের কথা বলে বিভিন্ন অজুহাতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের প্রেতাত্মারা এ সরকারের ভেতরে ঢুকে নির্বাচনে পেছানোর জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে।

কিন্তু তাদের সে ষড়যন্ত্র আমরা প্রতিহত করবোই। আগামী ডিসেম্বরের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার অবাধ ও সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবেই বলে আমরা বিশ্বাস করি।

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, জাতীয় দলের সাবেক ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরী প্রমুখ।

আমিনুল হক আরো বলেন, বিগত স্বৈরাচার সরকার ক্রীড়াঙ্গণে দলীয়করণ করে রেখেছিল। এখনো স্বৈরাচারের দোসররা ক্রীড়াঙ্গনের বিভিন্ন ফেডারেশনে বসে আছে। এদের রেখে আপনারা সংস্কার করতে পারবেন না। বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনে আর দলীয়করণ হবে না। আমরা রাষ্ট্র কাঠামোকেও দলীয়করণ করবো না।

এমএস

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

শাপলার গণহত্যা নিয়ে বিবিসি বাংলার সাবেক প্রধানের মিথ্যাচার, নিন্দা-প্রতিবাদ হেফাজতের

তারাগঞ্জে সস্ত্রীক শিক্ষক হত্যাকাণ্ডের বিচার প্রত্যাশা জামায়াতের

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় ইসলামী আন্দোলনের নিন্দা

খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট স্বাভাবিক

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো তামাশা জাতি মানবে না

সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সাথে কোনো আপস নেই: মির্জা আব্বাস

মোবাইল ফোন সমাজের ব্যাধি হয়ে দাঁড়িয়েছে: সালাউদ্দিন টুকু

জিয়াউর রহমানের সমাধিতে মেডিকেল ছাত্রদলের সাবেক নেতাদের শ্রদ্ধা

ডিইউজের নবনির্বাচিত নেতাদের জামায়াত আমিরের অভিনন্দন