হোম > রাজনীতি

লাফ দিয়ে ৫১ শতাংশ হয়ে যাবেন এটা মনে করবেন না

আমার দেশ অনলাইন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

জামায়াতকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত নির্বাচনে ৫-৬ শতাংশ ভোট পেয়েছেন, লাফ দিয়ে ৫১ শতাংশ হয়ে যাবেন-এটা মনে করবেন না। শনিবার বিকালে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে পানির ন্যায্যতার দাবিতে সমাবেশে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই দেশের মানুষ ধর্মপ্রিয়। ধর্মকে ভালোবাসে। আল্লাহর নবীকে ভালোবাসে, বিশ্বাস করে। কিন্তু ধর্মান্ধ নয়, সাম্প্রদায়িক নয়। গত নির্বাচনের হিসাব করে দেখেন। কত পার্সেন্ট ভোট পেয়েছে জামায়াতে ইসলামী। পাঁচ-ছয় পার্সেন্ট। রাতারাতি লাফ দিয়ে ৫১ পার্সেন্ট হয়ে যাবেন-এটা মনে করবেন না। বাংলাদেশের মানুষ সহজে আপনাদের ভোট দেবে না। কারণ আপনাদের তারা বিশ্বাস করে না।

তিনি আরো বলেন, পাকিস্তান আন্দোলন করেছিলেন মুসলমানরা। পাকিস্তান আন্দোলন ছিল মুসলমান ভাইদের স্বার্থ রক্ষার জন্য। আপনাদের নেতা মওদুদী এটার বিরোধিতা করেছিল। ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতা যুদ্ধ করলাম, আপনারা শুধু এটার বিরোধিতাই করেননি, পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। এ কথা বলতে আমার কোনো দ্বিধা হয় না। কারণ আমি একজন মুক্তিযোদ্ধা। আমি এই দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি।

এর আগে চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর ওপর ২৮৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন বিএনপি মহাসচিব। সে সময় সাংবাদিকদের বলেন, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পানির ন্যায্য হিস্যা, ফারাক্কা-তিস্তা নদীর ইস্যু ও সীমান্তে হত্যার মতো বিষয়গুলো হবে দলের অগ্রাধিকার।

মির্জা ফখরুল বলেন, প্রতিটি দেশই তার স্বার্থ দেখে। আমাদেরও নিজেদের স্বার্থ রক্ষা করতে হবে। কিন্তু নির্বাচিত সরকার না থাকলে ন্যায্য দাবিগুলো জোরালোভাবে তোলা যায় না। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হলে এসব ইস্যুতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, ভারত প্রতিবেশী দেশ হিসেবে ইচ্ছা করলেই বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। ১৯৭১ সালে সহযোগিতা করেছিল। কিন্তু সম্প্রতি মোদি সরকার বাংলাদেশকে চাপে ফেলেছে, অনেক কিছু নিয়েছে-কিন্তু আমাদের কিছুই দেয়নি। এটি অত্যন্ত দুঃখজনক।

মহাসচিব আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জে ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ; সবার আগে বাংলাদেশ’ আন্দোলনের গণসমাবেশে যোগ দিতেই তার এই সফর।

এছাড়া গতকাল সকালে রাজশাহীর গোদাগাড়ীতে প্রয়াত বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, একটা দল বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। এভাবে তারা রাজনৈতিক ফায়দা নিতে চায়। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও বিভাজন তৈরি করা যাবে না।

এ সময় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনকে নেতাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। একই সঙ্গে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, আরেকটি দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। তবে আমাদের অতীত অভিজ্ঞতা বলে এদের মাধ্যমে রাষ্ট্রের শৃঙ্খলা ফেরানো বা দেশের পরিবর্তন সম্ভব নয়।

বিএনপি জনগণকে নিজ এলাকায় বসে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবে

রাজশাহীতে বিচারক পুত্র হত্যাকাণ্ডের বিচার দাবি জামায়াতের

জামায়াত ভোটের জন্য বলছে ‘হরি হরি হরি বোল, দাঁড়িপাল্লা টেনে তোল’

এনসিপির বহিষ্কৃত নেতার অভিযোগ, ‘উপদেষ্টার ভাই আমার চাকরি খাইল’

গণভোট যারা মানবে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে

১৩৩ আসনে প্রার্থী ঘোষণা গণফোরামের

রাজধানীতে যুবলীগের আরও ৪ নেতাকর্মী গ্রেপ্তার

বিকল্প শক্তি গড়ে তুলতে বাম দলগুলোর ‘জাতীয় কনভেনশন’

অপসো স্যালাইনের ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহাল ও বকেয়া পরিশোধের আহ্বান

যারা আল্লাহর রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না