হোম > রাজনীতি

নির্বাচনের তফসিলকে স্বাগত জানাল জামায়াত

স্টাফ রিপোর্টার

নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শিডিউলকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সন্ধায় মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ কথা বলেন।

তিনি বলেন, জাতি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন, জাতীয় নির্বাচনের তারিখ ও শিডিউল ঘোষণার জন্য। ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতির সঙ্গে আমরাও মোবারকবাদ এবং এই ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকলে তা কেটে যাবে ইনশাআল্লাহ।

জুবায়ের বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশনকে অনেকগুলো গুরু দায়িত্ব পালন করতে হবে। আমরা যেসব বিষয়ে ইসিকে অবহিত করেছি, আশা করব তারা তা পালন করবেন। বিশেষ করে সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ডকে নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্য প্রশাসনিক ও অন্যান্য যতগুলো দায়িত্ব আছে-সব দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবেন বলে আশা করবো। এক্ষেত্রে কোন ধরনের দুর্বলতা আমরা আশা করবো না, যাতে জাতির উৎকণ্ঠা তৈরি হয়। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করবেন। কারণ অতীতে বিভিন্ন নির্বাচনে অনেক কিছু বলা হলেও তা পূরণ করা হয়নি।

তিনি জানান, আমরা আট দলের শীর্ষ নেতারা আরো পর্যালোচনা করে বিস্তারিত প্রতিক্রিয়া পরবর্তীতে জানাবেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা কিছুদিন আগেও নির্বাচন কমিশনে গিয়ে

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির কথা বলেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন। আমরা দেখবো তারা কি কি ব্যবস্থা নেন।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দাবি যেগুলো আছে, তারমধ্যে জুলাই সনদের আইনি ভিত্তি হয়েছে। এছাড়া আগে গণভোট চেয়েছিলাম, এখন চাইবো গণভোটে যেন ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়। সেই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ৩০০ আসনেই আমরা প্রার্থী দিয়েছি। কিছু পরিবর্তন হয়েছে। তবে আট দল বসে শিগগিরই প্রার্থী আমরা একক প্রার্থী চুড়ান্ত করে ঘোষণা দেব। আগামী সপ্তাহের মধ্যেই এটা চুড়ান্ত হতে পারে। তিনি আরো বলেন, আমরা যাতে সর্বোচ্চ সংখ্যক আসনে বিজয়ী হতে পারি। সেজন্য শীর্ষ নেতারা সিদ্ধান্ত নেবেন।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।

মাইলস্টোনে নিহতদের পরিবার ২০ লাখ আহতরা ৫ লাখ টাকা পাবেন

ইসিকে জমিয়তে উলামায়ে ইসলামের অভিনন্দন

তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুদকের চার্জশিট

রাজধানীতে জোর করে যৌনপেশায় বাধ্য করায় আটক ৬

ঢাকা-৪ আসনে বিএনপি প্রার্থী রবিনের গণমিছিল

নির্বাচনি তফসিলকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন

নির্বাচনি তফসিলকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস

নির্বাচনী তফসিলকে স্বাগত এনসিপির

ভোট যুদ্ধ মোকাবিলায় নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান তারেক রহমানের