হোম > রাজনীতি

জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিবের পদত্যাগ

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

জাতীয় পার্টি (কাজী জাফর) অংশের মহাসচিব আহসান হাবীব লিংকন পদত্যাগ করেছেন। রোববার সকালে তিনি নিজেই তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পদত্যাগের বিষয়টি গতকাল রাতে তার নিজের ফেসবুক প্রোফাইল পোস্ট করে একই সঙ্গে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। আগামীকাল (সোমবার, ২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি এমনটাই জানিয়েছেন আহসান হাবীব লিংকন।

ওই ফেসবুক পোস্টে লিংকন লেখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পাওয়ায় এবং দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও যথাযথ মূল্যায়ন না হওয়ায় তিনি হতাশ। তিনি দাবি করেন, বিএনপি ও জাতীয় পার্টি-উভয় পক্ষ থেকেই তিনি বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বিশ্বাস ঘাতকতা করেছে আমার দল জাতীয় পার্টি (কাজী জাফর)। তাই বিশ্বাঘাতকদের পরিত্যাগ করে আমার এলাকার জনগনের আদালতে বিচার দেওয়ার লক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় পার্টির ( কাজী জাফর) এর মহাসচিবসহ সকল পদ থেকে পদত্যাগ করছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাসুলুল্লাহ (স:) এর ন্যায়পরায়ণতার কথা বলেছেন। কিন্তু আমার প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে তার ন্যায় বিচার চাই।

আমার দুর্ভাগ্য পৃথিবীর বিরল ব্যক্তিত্ব যাঁর পিতা এদেশের সবচেয়ে জনপ্রিয় নির্বাচিত প্রেসিডেন্ট এবং যাঁর মা বিরল জনপ্রিয়তায় বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সুযোগ্য সন্তান যাঁকে নিয়ে দেশবাসী আশায় বুক বেঁধে আছে যে তারেক রহমানের হাত ধরে দেশে সুশাসন, ন্যায়বিচার এবং গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে তাঁর সাথে থাকতে পারলাম না। এটা আমার দুর্ভাগ্য।

১২ দলীয় জোটের সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন সর্ষে দানার পরিমাণ অবদান থাকলে তিনি সর্বোচ্চ মূল্যায়ন করবেন বাস্তবে তিনি আমার মূল্যায়ন করেননি। ৫ আগস্ট ২০২৪ এর পর জনাব তারেক রহমানের প্রতিটি ভাষণ আমাকে অনুপ্রাণিত করেছে। ওনার বক্তব্যের সাথে বাস্তবে কোন মিল খুঁজে পাচ্ছি না, আমার মায়ের বয়স ৯৯ বছর। তাঁর চোখের পানি জনাব তারেক রহমানের চলার পথ যেন পিচ্ছিল না হয়ে মসৃণ হয় সেই দোয়া করছি’।

জামায়াতসহ ৮ দলের সংবাদ সম্মেলনে যোগ দেয়নি এনসিপি

জামায়াতের জোটে যুক্ত হলো নতুন যেসব দল

জামায়াতসহ ৮ দলের সংবাদ সম্মেলন শুরু

জামায়াতের নেতৃত্বাধীন চূড়ান্ত জোটে থাকছে যেসব দল

ভোটার হলেন তারেক রহমান

বিএনপির জোটসঙ্গী কর্নেল অলি এবার জামায়াত জোটে

জামায়াতের সঙ্গে জোট এনসিপির দলীয় আদর্শের সঙ্গে যায় না

বিএনপি সব সময় কোরআন-সুন্নাহর পক্ষে: মির্জা ফখরুল

খুরুজের জোড় নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান তাবলীগ জামাতের

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতসহ ৮ দল