জাতীয় নাগরিক পার্টি- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, কিভাবে ক্ষমতা দখল করবে, সেই রাজনীতি করছে বিএনপি-জামায়াত। সংস্কারের আলাপ তাদের কথায় নেই।
গতকাল মঙ্গলবার দিনব্যাপী আয়োজিত জাতীয় যুবশক্তির জাতীয় প্রতিনিধি সম্মেলনে একথা বলেন তিনি।
আখতার হোসেন বলেন, ক্ষমতা কারা পাবে না পাবে সে জরিপ করে, সংস্কারের আকাঙ্ক্ষা থেকে দূরে সরিয়ে নেয়া হচ্ছে। যারা নতুন রাজনীতি উপহার দিতে পারবে তাদেরকেই ভোট দেয়ার জন্য অপেক্ষা করছে মানুষ।
একই অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ৫ আগস্টের পর জাতীয় সরকার গঠন করতে পারলে দুর্নীতির মাস্টারমাইন্ডের পাল্লায় পড়তে হতো না। তিনি বলেন, ভয় দেখানো হয় লন্ডন থেকে। বাস্তবে ভয় পাইনা, অনলাইনে ভয় দেখায়। যারা দেশের আসার সাহস পায় না, অনলাইনভিত্তিক রাজনীতি করে তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখাতে হবে বলে মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
জামায়ত-বিএনপি সিটের লোভ দেখিয়ে কিনতে চেয়েছিলে জানিয়ে তিনি বলেন, তিনশো আসনে গডফাদার দিয়েছে বিএনপি। দুর্নীতি শেষ করার কথা বলা বড় জোকারি। জামায়তের মুখে মুখে বিপ্লব, অন্তরে আওয়ামী লীগ বলেও কঠোর সমালোচনা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক।
জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, জামায়াত বিএনপির অনৈক্য তৈরি হলে ফায়দা লুটবে আওয়ামী লীগ। তিনি সতর্ক করে বলেন, যদি টাকার লোভে পতিত স্বৈরাচারী দলকে ঠাঁই দেন, তাহলে আপনারাও বুড়িগঙ্গার পানির মতো নষ্ট হবেন। প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য কোটি কোটি টাকা ঢেলে জরিপ করানো হচ্ছে বলেও সমালোচনা করেন যুবশক্তির আহ্বায়ক।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম বলেন, জামায়াত এখন আওয়ামী লীগের রূপান্তরিত ভার্সন। তারা এখন পতিত স্বৈরাচার দলের ভোট ভিক্ষা করছে। কিন্তু এদেশের গণতন্ত্রকামী মানুষ তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখান করবে।
গণমাধ্যমে আসা জরিপের সমালোচনা করে জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা ছিল একশোতে একশো। কিন্তু তা শূন্যে নেমে আসতে ৩৬ দিন লাগেনি। তেমনি ০.৬ পার্সেন্টের জনপ্রিয়তা ৯০ পার্সেন্টে যেতেও ৩৬ দিন লাগবে না।