হোম > রাজনীতি

প্রতিদ্বন্দ্বী নয়, ঢাকা-১৪ আসনে তারা ‘ভাই-বোন’

আমার দেশ অনলাইন

রাজধানীর ঢাকা-১৪ আসনে আসন্ন নির্বাচনে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে—গুমের শিকার ব্যক্তি ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান) এবং গুমের শিকার বিএনপি নেতা সুমনের বোন সানজিদা ইসলাম তুলি প্রতিদ্বন্দ্বিতা করছেন পরস্পরের বিরুদ্ধে। আরমান জামায়াতে ইসলামীর, আর তুলি বিএনপির মনোনীত প্রার্থী। নির্বাচনি মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও তারা একে অপরকে সম্বোধন করছেন ‘ভাই’ ও ‘বোন’ বলে।

সাড়ে চার লাখ ভোটারের এই আসনটি নিয়ে দুই প্রার্থীর মানবিক অবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আলোচনায় এসেছে। তুলি প্রচারণায় বলেন, “আরমান ভাই আমার সেই ভাই, যিনি আয়নাঘর থেকে ফিরে এসেছেন।” অপরদিকে আরমানও তুলিকে “আমার বোন” বলে উল্লেখ করে শুভকামনা জানিয়েছেন।

প্রচারণায় তুলি গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে বক্তব্য রাখছেন, আর আরমান মাদক নির্মূল, শিক্ষা ও যোগাযোগ উন্নয়নের অঙ্গীকার দিচ্ছেন। এলাকাবাসীর মতে, দুই প্রার্থীর এই মানবিক প্রতিদ্বন্দ্বিতা ঢাকার রাজনীতিতে নতুন দৃষ্টান্ত তৈরি করেছে।

আগামী নির্বাচনে ঢাকা-১৪ আসনকে অনেকেই “রোল মডেল” ভোটযুদ্ধ হিসেবে দেখছেন, যেখানে ক্ষমতার রাজনীতির চেয়ে মূল্যবোধ ও মানবতার প্রতিযোগিতাই মুখ্য হয়ে উঠেছে।

এসআর

পল্টন মোড়ে ৮ দলের সমাবেশে থাকবেন শীর্ষ নেতারা: অধ্যক্ষ ইউনুস আহমাদ

বহিষ্কার আদেশ প্রত্যাহার, দলে ফিরলেন বিএনপির ৪০ নেতা

ঢাবিতে শিবিরের নববর্ষ ২০২৬ প্রকাশনার মোড়ক উন্মোচন

প্রাথমিক শিক্ষকদের যৌক্তিক দাবি মানার আহবান খেলাফত মজলিসের

ঢাকা-১৭ আসনে জহির রায়হানের ছেলে তপু রায়হান

গণভোট প্রশ্নে নেই দৃশ্যমান অগ্রগতি

গণভবন এলাকায় জামায়াত প্রার্থীর পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান

ক্ষমতায় যাওয়ার জন্য কেউ তাড়াহুড়ো করবেন না: মামুনুল হক

বিএনপির সঙ্গে কাজ করার আশ্বাস জুলাই শহীদ পরিবারের সদস্যদের

তরুণরা সজাগ থাকলে আর কোনো শাসক ফ্যাসিস্ট হয়ে উঠতে পারবে না