সংশোধিত আরপিও বহাল রাখার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী সহ সমমনা আটটি দল। এ বিষয়ে নতুন কিছু মানবে না বলে জানিয়েছে দলগুলো। একইসঙ্গে পাঁচ দফা দাবিতে আগামী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান এবং ঢাকায় গণ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে তারা।
সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিস কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে সেখানে আটদলীয় শীর্ষ নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
এ সময় ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, খেলাফত মজলিসের মহাসচিব ডা. আহমদ আব্দুল কাদের সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
মাওলানা মামুনুল হক বলেন পাঁচদফা দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগেইগণ ভোট, নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির সহ অন্য দাবিগুলো বাস্তবায়নে নিজ নিজ দল ও যুগপতভাবে আন্দোলন চালিয়ে যাব।
তিনি বলেন, ৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় পল্টন মোড়ে আট দল মিছিল নিয়ে জমায়েত হবে। সেখান থেকে গণ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করা হবে। এসব দাবি গ্রহণ না করা হলে পরবর্তীতে রাজধানীকে সমাবেশ করা হবে বলে জানান তিনি।
এ সময় ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি প্রধান উপদেষ্টা কোন পক্ষপাতিত্ব না নিয়ে রেফারির ভূমিকা পালন করবেন। কারণ জুলাই সনদ বাস্তবায়ন না হলে গণভোট করে কোন লাভ নেই। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করার দাবিকে ষড়যন্ত্র বলে মনে করেন তিনি।
চরমোনাই পীর বলেন আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে চাচ্ছি। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে। সবাই মিলে বসে এসব সমস্যার সমাধানের আহ্বান জানান তিনি।