হোম > রাজনীতি

আ.লীগ ও জাপাকে বাইরে রেখে নির্বাচন দেশ ধ্বংসের ষড়যন্ত্র

আলোচনা সভায় জিএম কাদের

স্টাফ রিপোর্টার

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে(জাপা) বাইরে রেখে নির্বাচনের আয়োজন দেশ ধ্বংসের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

বৃহস্পতিবার জাপার কাকরাইল কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জিএম কাদের বলেন, আওয়ামীলীগ ও জাতীয়পার্টিকে দেশের প্রায় অর্ধেক মানুষ সমর্থন করে । তাদের বাইরে রেখে নির্বাচনের আয়োজন দেশের বিরুদ্ধে এক ঘৃণ্য ষড়যন্ত্র। এটি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা। এই প্রহসনের নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি প্রকৃত অর্থে হবে এক পাতানো খেলার নির্বাচন। এই পাতানো খেলার নির্বাচন আমরা হতে দেব না। কারণ এটি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার পরিকল্পনা। যা দেশের গণতন্ত্র ও স্থিতিশীলতাকে ধ্বংস করবে। এর মাধ্যমে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা অতীতে শেখ হাসিনার সরকারের সময় এমন প্রহসনের বিরুদ্ধেই আন্দোলন করেছি, অথচ এখনকার সরকার সেই একই পথে হাঁটছে। বর্তমান তথাকথিত সরকারকে বলছি আপনারা নিরপেক্ষ নয়। সুতরাং আপনারা চলে যান। যাদের নিজস্ব রাজনৈতিক দল আছে, তারা কখনোই তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা নিতে পারে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়কের অধীনে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করার ব্যবস্থা করে দিন।

জিএম কাদের হুশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশের মানুষ অন্যায় ও জুলুমকে কখনো ক্ষমা করবে না। শেখ হাসিনার আমলে যেমন জনগণ আন্তর্জাতিক সমর্থন থাকা সত্ত্বেও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, এবারও মানুষ অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠবে। জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটতে দুই মিনিটও সময় লাগবে না।

এসময় জাপাকে ফ্যাসিস্টের দোসর বলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, যারা আমাদের দোসর বলে -তারাই মূলত ফ্যাসিস্ট। জুলাইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ভূমিকা রেখেছি। আর তারা হেলমেট পরে ছাত্রলীগের হয়ে ছিল। তারা কোন সময় ছিল ছাত্রলীগ, কোন সময় ছিল সমন্বয়ক আর কোন সময় তারা এনসিপি (জাতীয় নাগরিক পার্টি)। এটা প্রমাণিত।

এসময় অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় এছাড়াও বক্তব্য রাখেন জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভুইয়া, মীর আব্দুস সবুর আসুদ প্রমুখ।

ফ্যামিলি কার্ড নিয়ে যে যাই বলুক কিছু যায় আসে না: তারেক রহমান

বাংলাদেশের নির্বাচন নিয়ে হর্ষ বর্ধন শ্রিংলার মন্তব্যের প্রতিবাদ জামায়াতের

কুমিল্লায় এসে আপনাদের নিয়ে খাল খনন শুরু করব: তারেক রহমান

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই উদ্বোধন

মসজিদ-মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নে কাজ করতে চান বিএনপি প্রার্থী নয়ন

ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানী দেবে বিএনপি

জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আ. লীগ ও নৌকাকে দাফন করেছে হাসিনা: সালাহউদ্দিন আহমদ

তাহাজ্জুদ পড়ে কেন্দ্রে গিয়ে জামাতে ফজর আদায় করবেন

রাজশাহী-৫ আসনে দুই বিদ্রোহী প্রার্থী, বিএনপিতে অস্বস্তি