হোম > রাজনীতি

নির্বাচনের দিনে গণভোটের বিষয়ে যা বলল জামায়াত

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটের আয়োজন করা হবে বলে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এমন ঘোষণার প্রতিক্রিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বলেছে, প্রধান উপদেষ্টার এই ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি, বরং সংকট থেকেই গেছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণায় সংকটমুক্ত স্বচ্ছ নির্বাচনের আশা করেছিলাম, কিন্তু সেখানে সেই সংকট রয়েই গেল।

গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষে চলমান ও ঘোষিত আট দলীয় কর্মসূচি অব্যাহত থাকবে।

জামায়াত সেক্রেটারি বলেন, এ বিষয়ে সন্ধ্যায় দলের নির্বাহী পরিষদ বৈঠকে বিস্তারিত আলোচনার পর পরবর্তী প্রতিক্রিয়া দেওয়া হবে এবং আন্দোলনরত আট দলের শরিকরাও নিজ নিজ ফোরামে বিষয়গুলো পর্যালোচনা করবেন। পরবর্তীতে ১৬ নভেম্বর আট দলের শীর্ষ নেতারা বৈঠক করে পরবর্তী করণীয় ও প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত আট দলের আগের কর্মসূচি বহাল থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা জনগণের অভিপ্রায় ও জনদাবি উপেক্ষা করে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন দিয়েছেন। এতে একটা সংকট তৈরি হবে। কারণ-গণভোটের আগে ভোটারদের জানা দরকার যে, কি কি সংস্কার হলো এবং কি কি সংশোধনী হয়েছে। সে বিষয়ে একটা মাইন্ডসেট তৈরি করার পরই জণগণ হ্যা বা না ভোট দেবে। কিন্তু এখন সেই বিষয়গুলো না বুঝেই একই দিনে দুটি ভোট দিতে হবে।

গোলাম পরওয়ার বলেন, আমরা সরকারকে বারবার অনুরোধ করেছি, যুক্তি দেখিয়েছি যে, যেকোন নির্বাচনে কমবেশি সহিংসতা হয়ে আসছে। তাই কোন কারণে দুই পাঁচটা কেন্দ্র বন্ধ বা ভোট স্থগিত হয়ে গেলে গণভোটের কি হবে? এর কোন জবাব নেই। যে সংকট নিরসনে জামায়াতসহ ইসলামী দেশপ্রেমিক আট দল দাবি করে আসছি যে, এই ভোট জাতীয় নির্বাচনের আগে দিতে হবে। তাহলে পরবর্তীতে আদালত বা আইনি ভিত্তি নিয়ে কোন প্রশ্ন উঠবে না। সেই সংকট রয়েই গেল, নিরসন হলো না।

কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা হাসনাত আব্দুল্লাহর

একই দিনে গণভোটের সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত: ইসলামী আন্দোলন

শহীদ জিয়ার কারণে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি: অধ্যাপক আমানুল্লাহ

সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে ৫৪ কোটি টাকার মানিলন্ডারিং মামলা

গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার একমাত্র পথ নির্বাচন: মির্জা ফখরুল

জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি ঝুঁকিতে ফেলেছে সরকার: মামুনুল হক

একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট নতুন সংকট সৃষ্টি করবে: রাশেদ প্রধান

জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণে দেশবাসী উজ্জীবিত: লেবার পার্টি

জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সংস্কার প্রত্যাশা পূরণে একধাপ অগ্রগতি

তারেক রহমানের বক্তব্য সমালোচনা করে যা বললেন নাসীরুদ্দীন