হোম > রাজনীতি

ইসলামী ব্যাংক-ইবনে সিনায় জামায়াতের মালিকানা নেই

মিয়া গোলাম পরওয়ার

আমার দেশ অনলাইন

ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল এবং ইবনে সিনা হাসপাতালের সঙ্গে জামায়াতের কোনো ধরনের মালিকানার সম্পর্ক নেই বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ইবনে সিনা-ইসলামী ব্যাংকসহ কয়েকটি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নির্বাচনি দায়িত্ব না দিতে বিএনপির আপত্তির বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপির দাবি আমাদের জন্য দুঃখজনক। এটার ঘোর আপত্তি জানাই। ইসলামি ব্যাংক, ইবনে সিনার মতো প্রতিষ্ঠানের সঙ্গে জামায়াতের কোনো মালিকানার সম্পর্ক নেই। তারা এটা বিতর্কিত করছে।

তিনি আরও বলেন, বিএনপিও অনেক বড় বড় প্রতিষ্ঠান চালায়। আমরাও অভিযোগ দিতে পারতাম। কিন্তু আমরা তা করিনি।

এর আগে গত ২৩ অক্টোবর ৩৬ দফার এক প্রস্তাবনা সিইসিকে দিয়েছে বিএনপি। সেখানে বলা হয়েছে, ‘নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ভোটগ্রহণ কর্মকর্তা বা পোলিং পারসোনাল তথা প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলের কাছে চিহ্নিত এমন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দেওয়া যাবে না। যেমন- ইসলামী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক হাসপাতাল, ইবনে সিনা ইত্যাদি।

তবে বিএনপির প্রস্তাবনাকে বিতর্কিত দাবি করে নির্বাচন কমিশনে পাল্টা ১৮ দফা প্রস্তাব দিয়েছে জামায়াত।

‘নোট অব ডিসেন্ট’ উপেক্ষা করা মানে জনগণের সাথে প্রতারণা

পাঁচ দফা দাবিতে ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮ দল

জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে এটিই যথার্থ

কিছু দলের প্রস্তাব চাপিয়ে দেয়ার চেষ্টা করছে ঐকমত্য কমিশন

এনসিপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে

গণতন্ত্র মঞ্চের শীর্ষ ৬ নেতার আসন জানতে চাইল বিএনপি

হাসিনাকে খুশি করতে ঝটিকা মিছিল

জাতীয় সংকটে একসঙ্গে কাজ করার অঙ্গীকার যুবদল-যুবশক্তির

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল

অটোপাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না