হোম > রাজনীতি

পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে: মামুনুল হক

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশ বর্তমানে এক গভীর রাজনৈতিক ক্রান্তিকালে অতিক্রম করছে, যেখানে জাতি অনিশ্চয়তা ও দ্বিধার মধ্যে রয়েছে।

এ প্রেক্ষাপটে তিনি বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ও এর সহযোগী সংগঠনসমূহ বর্তমান রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে। তাই বর্তমান সময়টি বিবাদমান কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নিরঙ্কুশ অবস্থান নেওয়ার উপযুক্ত নয়।

তিনি বলেন, বর্তমানে দেশে একমাত্র প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি হলো জনগণের দ্বারা প্রত্যাখ্যাত ও বিতাড়িত ফ্যাসিবাদী আওয়ামী লীগ। এই পতিত ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি শনিবার রাজধানীর পল্টন টাওয়ারে (ইআরএফ) মিলনায়তনে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের জেলা-মহানগরীর মজলিসে আমেলা সদস্যদের নিয়ে কেন্দ্রীয় শাখা দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক স্পষ্ট করে বলেন, অপরাপর রাজনৈতিক দলগুলোর বিষয়ে আমরা এখনো কোনো চূড়ান্ত বন্ধুত্ব বা বৈরিতা ঘোষণা করছি না। বরং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ইসলামী আদর্শ, জাতীয় স্বার্থ এবং দলের নীতিগত লক্ষ্য সামনে রেখেই আমরা চূড়ান্ত রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করবো ইনশাআল্লাহ। তিনি আরো জানান, বাংলাদেশ খেলাফত মজলিস অতি শিগগিরই দেশের ৩০০টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করবে।

তিনি বলেন, বর্তমানে আমরা স্থানীয় নেতৃত্বকে সংগঠিত ও জনপ্রিয় করে তোলার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। পরবর্তী সময়ে জাতীয় রাজনৈতিক পরিস্থিতির আলোকে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ জাহিদুজ্জামানের সভাপতিত্বে, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মোশাররফ হোসেন লাবীবের পরিচালনায়, সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফের দিক নির্দেশনা ও মাওলানা জাকির হোসাইনের দারসুল কোরআনের মাধ্যমে এ সভা শুরু হয়।

সভায় যুব মজলিসের জেলা ও মহানগর শাখাসমূহের ২০২৫ সালের জানুয়ারী থেকে জুন পর্যন্ত বিগত ষান্মাসিক প্রতিবেদন পেশ ও রিপোর্টের উপর পর্যালোচনা করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, মজলিসে আমেলা সদস্য মাওলানা রাকিবুল ইসলাম, মাওলানা মুহাম্মাদ আলী, মাওলানা শহীদুল ইসলাম প্রমুখ।

সেনাবাহিনীর উদ্দেশে হাসনাতের পোস্ট

দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ আর মেনে নিবে না: রাশেদ প্রধান

সেনানিবাসে সাব-জেল বিচার বিভাগের স্বাধীনতায় অশনিসংকেত : এনসিপি নেতা নিজাম

হুমায়ুন কবিরকে যুগ্ম মহাসচিব করলো বিএনপি

বিএনপি না জামায়াত, কোন জোটে যাচ্ছে এনসিপি?

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের সাক্ষাতের সময় পরিবর্তন

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে

শিক্ষকদের অবহেলা করে দেশের উন্নয়ন সম্ভব নয়

ভারত সরকারের বাংলাদেশবিরোধী অবস্থান বরদাশত করব না: কর্নেল অলি

ইসলামী ঐক্যজোটের একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব ইলিয়াস