জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই একটি দল লুটপাটের মহোৎসব শুরু করেছে। তাদের নেতাকর্মীদের বেআইনি কর্মকাণ্ডে জনগণ অতিষ্ট হয়ে গেছে। জনগণ তাদের হাত থেকে মুক্তি চায়।
তিনি বলেন, সুখি-সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নে জনগণ জামায়াতে ইসলামীর প্রতি সমর্থন বাড়াতে শুরু করছে। এই সমর্থন অব্যাহত রাখতে তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন,দেশবাসী আগামী নির্বাচনে ভোটের মাধ্যমেই সন্ত্রাসী ও লুটেরাদের বয়কট করবে ইনশাআল্লাহ। জনগণের আকাঙ্ক্ষা পূরণে বাংলাদেশ জামায়াত তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
রাজধানীর সবুজবাগে বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে বৃহস্পতিবার রাতে জামায়াতের খিলগাঁও ও সবুজবাগ-মুগদা জোন আয়োজিত ঢাকা-৯ আসনের ভোট কেন্দ্র ভিত্তিক কমিটির সদস্য সমাবেশ ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য, ঢাকা-৯ আসনের নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক মাওলানা ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি, ঢাকা-৯ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী কবির আহমদ।
আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন, মহানগরী কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইন, আশরাফুল আলম ইমন সহ সবুজবাগ-মুগদা জোনের থানা আমির ও সেক্রেটারিরা।