হোম > রাজনীতি

বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের

স্টাফ রিপোর্টার

সুষ্ঠু নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন সহ চলমান বিভিন্ন ইস্যুতে সৃষ্ট সংকট থেকে উত্তরণে বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

রোববার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এই আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপি যতই উস্কানি দিক, জামায়াত তাদের সঙ্গে কোন ধরণের ঝগড়ায় লিপ্ত হবে না। কারণ মানুষের মাঝে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তা দূর করে তাদের বোঝানোর দায়িত্ব রাজনৈতিক দলগুলোর।

ডা. তাহের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আসুন আমরা একসঙ্গে বসি। খোলামনে আলোচনা করি। একটি সুষ্ঠু নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন সহ সব ইস্যু নিয়ে বসি। বাংলাদেশের মানুষ রাজনৈতিক দলগুলোর এ ধরণের সম্পর্ক চায় না। তারা সমন্বয়-সমঝোতা চায়। বিএনপির সঙ্গে বসলে বাকি দলগুলোর সঙ্গেও আলোচনা করা যাবে। তাহলে সংকট থেকৈ জাতি পরিত্রাণ পাবে।

তিনি বলেন, বিএনপি ফ্যাসিবাদ চলে আসবে বলে ভয় দেখায়। তাহলে ফ্যাসিবাদ না চাইলে আসুন, শান্ত হন। অন্যের ওপর দায় না চাপিয়ে আলোচনায় বসুন।

ডা. তাহের বলেন, বিএনপি বলে প্রশাসনে সব জায়গায় জামায়াতের লোক বসে আছে। বাস্তবে ৮০ ভাগই তাদের লোক। এটা এজন্য বলে যে, শতভাগ যাতে তাদের লোক বসানো যায়।

তিনি বলেন, আমরা কৌশলী হতে চাই, তাবে রাজনৈতিক খেলা খেলতে চাই না। রাজনীতিতে যে খেলা আছে তা বেশি খেলা ঠিক নয়।

এসব খেলা বাদ দিয়ে সমন্বয়-সমঝোতার মাধ্যমে স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশ কীভাবে প্রতিষ্ঠা করা যায়, সেই আলোচনা করি। তাহলে জাতি স্বস্তি পাবে।

ডা. তাহের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনি দৃঢ় অবস্থানে থেকে যেটা সঠিক সেই সিদ্ধান্ত নিন। জাতি তাতে সমর্থন দেবে। আপনি কত লোকের সমর্থন চান, যত চাইবেন তত সমর্থন পাবেন। অন্যায্য সিদ্ধান্ত থেকে বিরত থাকুন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আলোচনা ও আন্দোলন-দুটোতেই আছি। এটাই আন্তর্জাতিক পর্যায়ের রাজনৈতিক বাস্তবতা। সোমবার আন্দোলনরত আট দলের কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, আমরা মহাসমাবেশের প্রস্তাব দেব। আলোচনা করে কর্মসূচি চুড়ান্ত হবে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খঅন ও মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ প্রমুখ।

চাঁদা না দেওয়ায় সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জামায়াতের

কার্ড দেওয়ার লোভ দেখিয়ে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে: আসিফ মাহমুদ

‘দুর্নীতিবাজদের পেটে হাত ঢুকিয়ে কালো টাকা বের করে আনা হবে’

নির্বাচনের আগে কেন্দ্র দখলের প্র্যাকটিস ম্যাচ শুরু হয়েছে: হাসনাত

উন্নয়ন ত্বরান্বিত করতে ধানের শীষে ভোট চাইলেন আবদুল আউয়াল মিন্টু

কাল যে ৩ জেলায় প্রচার চালাবেন তারেক রহমান

কুষ্টিয়ায় মরহুম জেলা আমিরের পরিবারের খোঁজ নিলেন ডা. শফিকুর রহমান

নির্বাচনি প্রচারে গিয়ে বিএনপি-জামায়াত প্রার্থীর কোলাকুলি

নির্বাচনি প্রচার শুরুর পর গুগল সার্চে কোন দল এগিয়ে

নারী কর্মীদের প্রার্থী হওয়ার বিষয়ে দলীয় সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয় না: জামায়াত