হোম > রাজনীতি

তারেক রহমানকে স্বাগত জানাতে গুলশান বাসভবনের সামনে নেতাকর্মীদের ভিড়

স্টাফ রিপোর্টার

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে তার গুলশানের বাসভবনের সামনে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা।

গুলশানের ১৯৬ নম্বর বাসভবনের সামনের সড়কে দুপুর থেকে জড়ো হওয়া বিএনপি নেতাকর্মীরা নানা স্লোগান দিচ্ছেন। 'তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে', তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম', 'তারেক রহমান আসছে, রাজপথ কাঁপছে'সহ বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। অনেকে ডাকঢোল পিটিয়ে মিছিল নিয়ে এসেছেন বিএনপির গুলশানের নেতাকর্মীরা। একইসঙ্গে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর নেতাকর্মীদের উপস্থিতও রয়েছে।

তারেক রহমানের বাসভবনে সামনে সড়কের সড়ক বন্ধ করে দিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে দুপুর ১টার দিকে তারেক রহমানের সঙ্গে লন্ডন থেকে ঢাকায় আসা তার স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছান। পরে তারেক রহমানের লাগেজ ও মালামালও আনা হয়েছে এই বাসভবেন।

মাকে দেখতে এভারকেয়ারের আইসিইউতে তারেক রহমান

ইতিহাসের বৃহত্তম জমায়েত অভূতপূর্ব জনসমুদ্রে রূপ নিয়েছে: মাহাদী আমিন

তারেক রহমানের প্রত্যাবর্তনে যে বার্তা দিলেন আখতার

রাজধানী ছাড়ছেন বিএনপি নেতাকর্মীরা

তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনার দিকে নজর থাকবে

তারেক রহমানের প্রত্যাবর্তনে যে বার্তা দিলেন নাহিদ

রক্তের ঋণ শোধের সময় এসেছে: তারেক রহমান

মায়ের জন্য সবার কাছে দোয়া চাইলেন তারেক রহমান

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

যেকোনো উসকানির বিরুদ্ধে আমাদের শান্ত থাকতে হবে