হোম > রাজনীতি

খেলাফত মজলিস নেতা মুফতি হাবিবুর রহমানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি হাবিবুর রহমান। ছবি : আমার দেশ

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিশিষ্ট আলেম মুফতি হাবীবুর রহমান (৫৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল রোববার রাতে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন।

দলের এই নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, মুফতি হাবীবুর রহমান ছিলেন একজন নিষ্ঠাবান আলেম, আদর্শবান সংগঠক ও আপসহীন ইসলামী আন্দোলনের কর্মী। দ্বীনের দাওয়াত, তাবলীগ ও সাংগঠনিক দায়িত্ব পালনে তার ভূমিকা ছিল প্রশংসনীয় ও অনুসরণযোগ্য। ব্যক্তিজীবনে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, সজ্জন ও তাকওয়াবান। তার ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস একজন পরীক্ষিত ও বিশ্বস্ত সহকর্মীকে হারাল।

তিনি আরো বলেন, মরহুমের ইন্তেকাল শুধু তার পরিবার বা সংগঠনের জন্য নয়; বরং গোটা দ্বীনদার সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা আল্লাহ তায়ালার দরবারে দোয়া করি—তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, তার কবরকে নূরে ভরপুর করে দেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও সহকর্মীদের এই শোক সইবার তাওফিক দান করেন।

মহাসচিব মরহুমের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

মরহুমের জানাজা সোমবার জোহর নামাজের পর ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার গাড়াইকুটির নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বিএনপি ছেড়ে জামায়াত জোটে যাওয়ার কারণ জানালেন কর্নেল অলি

নির্বাচন না করার ঘোষণা আনোয়ার হোসেন মঞ্জুর

মান্নার নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই

মান্নার আসনে শাহে আলমকে মনোনয়ন দিল বিএনপি

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী মিল্টন

বিপাকে তাসনিম জারা, নির্বাচন করতে পারবেন তো?

ঢাকা-১৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের আমির

সিলেট-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন ফয়সল আহমদ

কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান

ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র দাখিল