হোম > রাজনীতি

একমাত্র ইসলামই সকল মানুষের অধিকার নিশ্চিত করতে পারে

খুলনায় মিয়া গোলাম পরওয়ার

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, রাষ্ট্র ও জীবনকে সুখ ও শান্তিময় করতে ইসলামী অনুশাসন প্রয়োজন। রাষ্ট্রে ইসলামী আইন চালু হলে সকল ধর্মের বর্ণের গোত্রের মানুষ সুখে-শান্তিতে থাকবে। ন্যায় ও ইনসাফের সাথে দেশ পরিচালিত হবে। চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, দখলদারিত্ব থাকবে না। একমাত্র ইসলামই সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করতে পারে। তাই আগামী নির্বাচনে সারা দেশে ইসলামপন্থী আলেম-ওলামা ও আল্লাহভীরু লোকদের ভোট দিয়ে নির্বাচিত করে রাষ্ট্রে সকল মানুষের সুখ ও শান্তি নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার বিকেলে খুলনা-৫ আসনের আটরা-গিলাতলা ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত মহিলা ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

ওয়ার্ড সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট আবু ইউসুফ মোল্লা। সেক্রেটারি মো. কামরুল গাজীর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খানজাহান আলী থানা আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন, জামায়াত নেতা মো. সুলতান মাহমুদ, মো. মোশারফ হোসেন, নূর ইসলাম গাজী, মো. রানা আকুঞ্জী প্রমুখ।

গোলাম পরওয়ার আরো বলেন, ইসলাম প্রতিষ্ঠায় পুরুষের পাশাপাশি নারীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। হযরত সুমাইয়া (রা.) ছিলেন মহিলা সাহাবীদের মধ্যে প্রথম শহীদ। আম্মাজান আয়েশা (রা)ও যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। তাই ন্যায়, ইনসাফ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে আপনাদের এগিয়ে আসতে হবে।

জান্নাতের টিকেট বিক্রি করা নিয়ে বিরোধীদের অপপ্রচারের জবাবে সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াত কখনো মানুষের কাছে জান্নাতের টিকেট বিক্রি করেনা। তবে মহান আল্লাহ আমাদের সৃষ্টি করে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য গাইডলাইন হিসেবে পবিত্র কোরআনুল কারীম পাঠিয়েছেন। কোরআনে আল্লাহ আমাদের জানিয়েছেন কোন কাজগুলি করা উচিত আর কোনগুলি বর্জন করতে হবে। আমরা মানুষের কাছে সেই কথাগুলি তুলে ধরি। এ সময় তিনি বিরোধীদের এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

মিয়া গোলাম পরওয়ার জানান, ইসলামী জোটের লক্ষ্য হলো ‘কোরআনের আইন প্রতিষ্ঠা করা’ এবং এর জন্য জনগণের সমর্থন প্রয়োজন। তাই যেখানে আপনাদের আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী আছেন, তাদের প্রতিদিন বোঝান যে, আল্লাহর আইনের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার আহ্বান এনসিপির

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি শিবিরের

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে

মির্জা আব্বাসের বিপক্ষে মনোনয়ন নিলেন সেই রিকশা চালক

বিএনপির ৫৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদের ভিত্তিতে গঠন করতে হবে: এনসিপি

কেয়ারটেকার পুনর্বহালে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে

গোপালগঞ্জ–২ আসনের প্রার্থী পরিবর্তন করতে তারেক রহমানের নেতাকর্মীদের চিঠি

নির্বাচনে সেনাবাহিনীর পূর্ণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োজন

এখনই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: ড. হেলাল উদ্দিন