হোম > রাজনীতি

ঐতিহ্য রক্ষায় জামায়াত প্রার্থী মান্নানের ঘোড়ার গাড়ি র‍্যালি

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নানের উদ্যোগে ‘পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় ঘোড়ার গাড়ির র‍্যালি’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাজধানীর পুরান ঢাকার সুরিটোলা স্কুল থেকে ঘোড়ার গাড়ি যাত্রা শুরু করে ঢাকা-৬ সংসদীয় এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইত্তেফাক মোড়ে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে দলীয় নেতাকর্মীর পাশাপাশি নির্বাচনি এলাকায় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে অনুষ্ঠিত র‍্যালির লক্ষ্য ছিল পুরান ঢাকার ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাসকে জীবিত রাখা। পাশাপাশি সামগ্রিক জনসচেতনতা বৃদ্ধি করা।

এ সময় উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে ড. আব্দুল মান্নান বলেন, আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্য আমাদের পরিচয়ের অংশ। র‍্যালির মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে সংরক্ষণের জন্য জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে চাই। ঘোড়ার গাড়ি আমাদের অতীতের একটি মূল্যবান চিহ্ন, যা আমরা আগামী প্রজন্মের জন্য রক্ষা করতে চাই।

তিনি আরো বলেন, আমরা পুরান ঢাকার ঐতিহ্যকে ধারন করেই পুরান ঢাকার উন্নতি করতে চাই। আমাদের শ্লোগান হলো ‘আর নয় অবহেলা, আধুনিক হবে পুরান ঢাকা’। আমরা ইতিমধ্যে পুরান ঢাকার সব সমস্যা চিহ্নিত করেছি। এখন পুরান ঢাকার জনগনের সমর্থন নিয়ে এই জনপদকে একটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শহরে পরিনত করতে চাই।

র‍্যালিতে সংগীত এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়, যা একে আরো আকর্ষণীয় করে তোলে। দিনটি ছিল উৎসবের মতো, যেখানে সবাই একত্রিত হয়ে নিজেদের ঐতিহ্যকে উদযাপন করেন। বিশেষ এই র‍্যালির মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে এবং সবাই মিলে পুরান ঢাকার মূল্যবোধ রক্ষার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন।

র‍্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৬ আসনের নির্বাচন পরিচালক কামরুল আহসান হাসান, দক্ষিণের মজলিসে শুরা সদস্য রুহুল আমিন, মীর বাহার আমিরুল ইসলাম, মাওলানা নেসার উদ্দিন, ঢাকা-৬ আসনের অন্তর্গত সব থানা আমির ও সেক্রেটারি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা।

এনসিপি থেকে ঢাকা-৫ আসনে লড়বেন সৌরভ

ছাত্রশিবিরের অর্থায়ন নিয়ে যে ব্যাখ্যা দিলেন সভাপতি

হাসিনার বিচার আন্তর্জাতিক মানের হয়েছে, রায়ও বাস্তবায়ন হবে

আ.লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না

এত আলেম-ওলামা-মসজিদ থাকা সত্ত্বেও দেশে দুর্নীতি কেন

ইসলামিক ফাউন্ডেশনকে পূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতৃত্বে হাসিনাকে রাখা হবে কিনা, জানালেন নাছিম

এনসিপির ১৫ শতাধিক মনোনয়ন ফরম বিক্রি

রমনায় দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনি মিছিল

ঢাকা–১০ আসনে জামায়াত প্রার্থীর মোটরবাইক শোভাযাত্রা