হোম > রাজনীতি

কেন্দ্রীয় নেতার ‘ধানের শীষ’ ছিনিয়ে নেয়ার হুমকি স্থানীয় বিএনপির

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’ কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হলে তা ‘ছিনিয়ে নেওয়া হবে’ বলে হুমকি দিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

সোমবার বিকেলে রায়পুরা পৌরসভা মাঠে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়ন লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

সভায় বক্তারা অভিযোগ করেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বিএনপির ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবহেলা করছেন এবং দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে তাঁর কোনো ভূমিকা ছিল না। বক্তাদের দাবি, ‘যার বিরুদ্ধে একটি মামলাও হয়নি, যিনি একবারও জেলে যাননি, তিনি এখন নিজেকে রায়পুরার প্রার্থী হিসেবে প্রচার করছেন’— যা তৃণমূলের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে।

বক্তারা বলেন, বকুল দু:সময়ে তৃণমূলের পাশে ছিলেন না এবং সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের লোকজনকেও আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। তাঁরা দলের হাইকমান্ডের কাছে স্থানীয় ত্যাগী ও যোগ্য নেতাদের মনোনয়ন দেয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফাইজুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল, সহ-সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস, সদস্য ইফতেখার আহমেদ ভূঁইয়া ইতুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা গণতন্ত্র ও দেশের শত্রু: আমীর খসরু

দোয়া মাহফিল দিয়ে নবী উল্লাহ নবীর ধানের শীষের প্রচার শুরু

উন্নয়নের স্বার্থে সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে

প্রথমদিন সারা দেশে উৎসবমুখর প্রচারে হাতপাখার প্রার্থীরা

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেবো: তারেক রহমান

তারেক রহমানের পক্ষে গণজোয়ার গড়ার আহ্বান জানালেন সালাম

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প

গণতন্ত্র ও এলাকার উন্নয়নের জন্য ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান হাবিবের

দেশকে নতুন করে গড়তে ১০ দলীয় নির্বাচনি ঐক্য হয়েছে: মামুনুল হক

স্বপ্নের বাংলাদেশ গড়তে ১০ দলের প্রার্থী ও ‘হ্যাঁ’-কে বিজয়ী করতে হবে