উন্নত চিকিৎসার উদ্দেশে আজ মঙ্গলবার রাত ১০টায় লন্ডন রওনা হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো সর্বাধুনিক চিকিৎসা সুবিধাসম্বলিত এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করবেন তিনি।
বিমানবন্দরে দলীয় প্রধানকে বিদায় জানাতে লাখ লাখ নেতাকর্মী উপস্থিত থাকার প্রস্তুতি নিয়েছে। বিএনপি ঢাকা মহানগরের উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি পৃথক যৌথসভায় এ সিদ্ধান্ত নিয়েছে।
খালেদা জিয়ার যাত্রাকে নিরাপদ করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীর বিমানবন্দরে আগমনকে কেন্দ্র করে যাতে নিরাপত্তায় বিঘ্ন না ঘটে, তার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এছাড়া বিমানবন্দরের বাইরে (ল্যান্ডসাইড) নিরাপত্তায় এয়ারপোর্ট আর্মড পুলিশের পাশাপাশি থাকবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ডিবি এবং সোয়াটের মতো স্পেশাল টিমের সদস্যরাও।
এবার লন্ডন গেলে দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর পর খালেদা জিয়ার সঙ্গে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে দেখা হবে। এর আগে চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য ২০১৭ সালের ১৫ জুলাই লন্ডনে যান খালেদা জিয়া।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন গতকাল সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা জেনে রাজকীয় বহরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছেন যেটি গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
এই বিমানেই আজ রাতে লন্ডন যাত্রা করবেন তিনি। রাত ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-দোহা এবং দোহা-লন্ডনের হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবেন খালেদা জিয়া। হিথরো এয়ারপোর্ট থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নেওয়া হবে জানিয়ে ডাক্তার জাহিদ বলেন, লন্ডন বিমান বন্দরে খালেদা জিয়াকে রিসিভ করবেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং লন্ডন বিএনপির ২ জন নেতা।
ডা. জাহিদ হোসেন বলেন, কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কাতারের চারজন চিকিৎসক এবং প্যারা মেডিক্সগণ থাকবেন। ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ৬ জন চিকিৎসক এই বিমানে যাবেন। এরা হলেন, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিক, অধ্যাপক নরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।
এছাড়া বেগম খালেদা জিয়ার সঙ্গে তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।
লন্ডন যাওয়ার প্রাক্কালে গত রোববার রাতে বেগম জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সব সদস্য। ওই রাতে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান ও আমান উল্লাহ আমানও দেখা করেন।
লন্ডনে খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্ট প্রসঙ্গে জানতে চাইলে ডা. জাহিদ জানান, তার যে বয়স এবং তাতে লিভার ট্রান্সপ্লান্ট ইউনিটে যাওয়ার পর এই বিষয়ে সিদ্ধান্ত হবে, সেখানে (লন্ডন ক্লিনিকে) এই সুবিধা আছে। সুতরাং তারাই সিদ্ধান্ত নেবে তার পরবর্তী চিকিৎসার বিষয়ে। তাই এই বিষয়ে এখন আমরা ভাসা ভাসা কথা বলছি। কারণ আমরা জানি না সফরটা কেমন হবে।
যুক্তরাজ্য থেকে যুক্তরাষ্ট্রে চিকিৎসার জন্য নেওয়া হবে কিনা জানতে চাইলে অধ্যাপক জাহিদ বলেন, যদি লন্ডন ক্লিনিক সুপারিশ করে যুক্তরাষ্ট্রের হপকিন্স ইউনিভার্সিটি হাসপিটালে নিতে হবে তখন সেটা নেওয়া হতে পারে এবং চিকিৎসা শেষে শারীরিক সুস্থতার ওপর ভিত্তি করে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে যাবেন তিনি।
বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্য সফর উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানাতে প্রস্তুতি সম্পর্কে উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক আমার দেশকে বলেন, তাকে গুলশানের বাসভবন থেকে এয়ারপোর্ট পর্যন্ত সড়কের দু’পাশে নেতাকর্মীরা অবস্থান নিয়ে বিদায় জানাব। এ লক্ষে আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ বলেন, বেগম খালেদা জিয়া আমাদের মা সমতুল্য, আবেগের জায়গা। দীর্ঘদিন ওনাকে নেতাকর্মীরা দেখতে পায় না। যেহেতু তিনি চিকিৎসার জন্য যাবেন তাই আমরা রাস্তার দু’ধারে দাঁড়িয়ে তাকে শুভেচ্ছা জানাব এবং এয়ারপোর্টে যেন নির্বিঘ্নে পৌঁছাতে পারেন সেই ব্যবস্থা করব।
মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ আমার দেশকে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আবেগের জায়গা। সুতরাং তাকে বিদায় জানাতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। আমরা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে তাকে বিদায় জানাব।
এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য রাত ১০টার দিকে কাতার আমীরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়বেন। সেজন্য রাত ৮টায় তিনি গুলশানের বাসভবন থেকে রওনা হবেন।
এমবি