জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার এক দিনের মাথায় ফের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দলের দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত এক বার্তায় এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আজ সন্ধ্যা ৬টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।
গতকাল রোববার রাতে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যাওয়ার ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৃহত্তর ঐক্যের জায়গা থেকে এনসিপি জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে।