আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৪ (শ্যামপুর ও কদমতলী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন শ্যামপুর ও কদমতলী থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে এক যৌথ সভা অনুষ্ঠিত করেন।
মঙ্গলবার এলাকাভিত্তিক সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তিনি এ যৌথ সভা করেন।
সভায় নেতৃত্বের বিভিন্ন দিক, সাংগঠনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের কর্মপরিকল্পনা ও নির্বাচনী প্রচারণা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন তানভীর আহমেদ রবিন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
এসময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি অসুস্থ ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের দ্রুত রোগমুক্তির জন্যও দোয়া করা হয়।
সভায় স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি কার্যকর সাংগঠনিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।