ঢাকা-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হাজী মোঃ ইবরাহীমের বিরুদ্ধে দায়েরকৃত সব ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি এবং হাতপাখার সমর্থনে গণপদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ থেকে গণপদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তারা অবিলম্বে হাজী মোঃ ইবরাহীমের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। এ সময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা।
গণপদযাত্রায় সভাপতির বক্তব্যে হাজী মোঃ ইবরাহীম বলেন, আমার বিরুদ্ধে যে সব মামলা দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক প্রতিহিংসার অংশ। জনগণের ভালোবাসা ও সমর্থন থেকে আমাকে দূরে রাখতেই এই ষড়যন্ত্র।
তিনি আরো বলেন, আমি ইনসাফ ও সততার রাজনীতি করি বলেই অপশক্তি আমাকে দমাতে চায়। কিন্তু জনগণের শক্তির কাছে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে। মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে তার সংগ্রাম অব্যাহত থাকবে এবং কোনো ষড়যন্ত্রই তাকে সততার পথ থেকে বিচ্যুত করতে পারবে না, ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা-৫ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ আলতাফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কে এম শরিয়তুল্লাহ, সমন্বয়কারী ও ইসলামী শ্রমিক আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ সৈয়দ ওমর ফারুক, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য মাইনুল ইসলাম, ডেমরা থানা উত্তর শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, দক্ষিণ শাখার সভাপতি এমদাদুল হক, যাত্রাবাড়ী থানা সভাপতি আল আমিন, ইসলামী শ্রমিক আন্দোলন ডেমরা থানা সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।