হোম > রাজনীতি

ড্যাবের নির্বাচনে বিজয়ীদের ইউট্যাবের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কাউন্সিলে হারুন-শাকিল পরিষদের পূর্ণ প্যানেলের বিজয়ী প্রত্যেককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

রোববার (১০ আগস্ট) ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এক শুভেচ্ছা বার্তায় বলেন, কাউন্সিলে সরাসরি ভোটের মাধ্যমে গণতান্ত্রিকভাবে স্বচ্ছ প্রক্রিয়ায় ড্যাবের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। এটি খুবই ইতিবাচক বিষয়। এই বিজয় ড্যাবের আদর্শ, একতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি চিকিৎসক সমাজের আস্থার প্রতিফলন। আমরা আশা করি, নবনির্বাচিত নেতৃত্ব চিকিৎসক পেশার মর্যাদা রক্ষা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং দেশ ও মানুষের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে।

ইউট্যাবের শীর্ষ দুই নেতা বলেন, বিগত আওয়ামী ফ্যাসিবাদ আমলে দেশের বিপর্যন্ত স্বাস্থ্য খাতের সংস্কার ও উন্নয়নে ড্যাবের উপস্থিতি অধিকতর দৃশ্যমান হবে বলে আমরা মনে করি। কেননা, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে স্বাস্থ্য খাতে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল তাদের চিকিৎসক সংগঠন স্বাচিপ। স্বাস্থ্য খাতের দুর্নীতির বড় অংশীদার ছিল স্বাচিপ। দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলো ফ্যাসিস্ট সরকার।

ইউট্যাবের প্রেসিডেন্ট ও মহাসচিব বলেন, নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বেরিয়ে আসা গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ। আমরা বিশ্বাস করি, ড্যাবের নির্বাচনে চিকিৎসক সমাজ এবং দেশবাসী সৎ ও সময়োপযোগী নেতৃত্ব পেয়েছেন। ড্যাবের নির্বাচনে হারুন-শাকিল প্যানেলের এই সাফল্য ভবিষ্যতে ন্যায়, অধিকার ও পেশাগত স্বার্থ রক্ষার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে- এটাই আমাদের বিশ্বাস। ড্যাবের নির্বাচনে হারুন-শাকিল প্যানেলের গৌরবময় বিজয়ের জন্য আবারও প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাদের হাত ধরে দেশের স্বাস্থ্য খাত আগামীতে সমৃদ্ধ হোক এই প্রত্যাশা করছি।

ঢাকা–৭ আসনে জামায়াতের নির্বাচনি সমাবেশে অস্ত্রসহ আটক ২

প্রবাসী ভোটারদের প্রতি যে আহ্বান জানালেন জামায়াত আমির

ব্রাহ্মণবাড়িয়ায় খেজুর গাছ ও মাথাল প্রতীকে ভোট চাইলেন তারেক রহমান

যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা গণতন্ত্র ও দেশের শত্রু: আমীর খসরু

দোয়া মাহফিল দিয়ে নবী উল্লাহ নবীর ধানের শীষের প্রচার শুরু

উন্নয়নের স্বার্থে সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে

প্রথমদিন সারা দেশে উৎসবমুখর প্রচারে হাতপাখার প্রার্থীরা

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেবো: তারেক রহমান

তারেক রহমানের পক্ষে গণজোয়ার গড়ার আহ্বান জানালেন সালাম

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প