জামায়াতে ইসলামী রমনা থানার উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে বিশাল নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মালিবাগ মোড় (হোসাফ টাওয়ারের সামনে) থেকে মিছিলটি শুরু হয়ে মৌচাক, সিদ্ধেশ্বরী, মগবাজার, বাংলামোটর সড়ক হয়ে ইস্কাটন এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল-পূর্ব পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির (ঢাকা–৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রশাসনের দলীয়করণ বন্ধ না করলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হবে না। আর লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া যাবে না। আগামী নির্বাচন জাতির ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন—এ নির্বাচন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে না। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জামায়াতে ইসলামীর উত্থাপিত ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ৫ দফা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, এটি গণমানুষের মুক্তির দাবি।
ড. হেলাল উদ্দিন বলেন, জনগণ জামায়াতে ইসলামী নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উন্মুখ হয়ে আছে। ভোটকেন্দ্র দখলমুক্ত রাখতে পারলে ইসলামের পক্ষে নিঃশব্দ বিপ্লব সংগঠিত হবে। ভোটকেন্দ্র দখলমুক্ত রাখতে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতালোভীরা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করবে, অস্ত্রের মহড়া দেবে, কালো টাকার ছড়াছড়ি করবে—কিন্তু সব ভয়ভীতি উপেক্ষা করে জনগণের ভোটাধিকার প্রয়োগে সহায়তা করতে হবে।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।
এসআর