হোম > রাজনীতি

অরাজকতা-দুর্নীতি রুখতে পারে জনগণই: তারেক রহমান

স্টাফ রিপোর্টার

বাংলাদেশের সব ক্ষেত্রে অরাজকতা ও দুর্নীতি চরম আকার ধারণ করেছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র রুখে দিতে পারে একমাত্র জনগণ এবং গণতন্ত্র।

রোববার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দুর্নীতি ও আইনশৃঙ্খলার লাগাম টেনে ধরা এখন সময়ের দাবি। এই দুই সংকট কাটানো না গেলে নারী, কৃষি ও স্বাস্থ্য খাতে যেকোনো পরিকল্পনাই ভেস্তে যাবে। দুর্নীতির লাগাম টেনে ধরার সক্ষমতা বিএনপিরই আছে।

তিনি অভিযোগ করে বলেন, স্বৈরশাসকের মতো কিছু মানুষ বিএনপিকে সমালোচনা করছে। অথচ বিএনপি সরকারের আমলে তাদের দুইজন মন্ত্রী ছিলেন। শেষদিন পর্যন্ত তারা মন্ত্রিসভায় থেকে প্রমাণ করেছেন দুর্নীতির বিরুদ্ধে খালেদা জিয়ার অবস্থান ছিল স্পষ্ট। বিএনপির বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগই আদালতে প্রমাণিত হয়নি, বলেন তিনি।

জাতীয় সরকার গঠন প্রসঙ্গে তারেক রহমান বলেন, স্বৈরাচার পতনের দিন মহাসচিব মির্জা ফখরুল জানতে চেয়েছিলেন জাতীয় সরকার করা হবে কি না। আমরা বলেছিলাম আমরা জনগণের কাছে যাবো। কারণ জনগণই আমাদের শক্তির উৎস।

অন্য রাজনৈতিক দলগুলোর সমালোচনায় তিনি বলেন, যারা বলে আমাদের দেখেননি, এবার দেখুন তাদেরকে মানুষ ১৯৭১ সালেই দেখেছে। কীভাবে তারা হত্যা, লুণ্ঠন আর নির্যাতন চালিয়েছে, তা জাতি ভুলে যায়নি।

রাজনীতির ময়দানে স্বর্গ-নরক নির্ধারণের ভাষা ব্যবহারকারীদের সমালোচনা করে তিনি বলেন, বেহেশত-দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এগুলো যারা বলে তারা শিরক করছে।

জমিয়ত নেতা মুফতি মনির কাসেমীকে শোকজ

মুখোশ গণতন্ত্রের নামে ভেতরের বাকশাল কায়েম করেছিল হাসিনা

আওয়ামী দোসরদের নতুন জোটের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে মঙ্গলবার

নীতি-আদর্শ ছাড়াই ধর্মের নামে রাজনীতি করছে একটি দল

আওয়ামী দোসরদের নতুন জোটের আত্মপ্রকাশ আজ

আমি ব্যাপক ইতিবাচক সাড়া পেয়েছি: মুহিব খান

অলিউল্লাহ নোমানের সমর্থনে ঢাকাস্থ মাধবপুর উপজেলাবাসীর নির্বাচনি বৈঠক

ব্যারিস্টার ফুয়াদকে লাঞ্ছিতের ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

শাপলার গণহত্যা নিয়ে বিবিসি বাংলার সাবেক প্রধানের মিথ্যাচার, নিন্দা-প্রতিবাদ হেফাজতের