হোম > রাজনীতি

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে আসনভিত্তিক প্রচারে নামছে এনসিপি

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিতব্য সংস্কার প্রশ্নে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে আসনভিত্তিক পৃথক কর্মপদ্ধতি নিয়ে মাঠে নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলমের পাঠানো এক বার্তায় এ কথা বলা হয়।

এতে বলা হয়েছে, যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী রয়েছে, সেখানে সংশ্লিষ্ট প্রার্থীর নেতৃত্বেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে ব্যাপক প্রচারণা পরিচালিত হবে। ওই সব আসনে প্রার্থী নিজেই দলীয় কর্মী, সমর্থক ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে প্রচারণার মূল নেতৃত্ব দেবেন।

বার্তায় বলা হয়, যেসব আসনে এনসিপির কোনো প্রার্থী নেই—সেসব আসনে ২৭০ জন ‘অ্যাম্বাসেডর’ বা প্রতিনিধি নিয়োগ দেবে। এসব অ্যাম্বাসেডর বা প্রতিনিধির মাধ্যমে সংশ্লিষ্ট আসনগুলোতে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানো হবে। তারা স্থানীয় জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করে এনসিপির রাজনৈতিক অবস্থান, গণভোটের গুরুত্ব এবং ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরবেন।

এতে আরো বলা হয়, এই পদ্ধতির মাধ্যমে এনসিপি সারা দেশে একটি সমন্বিত ও সর্বব্যাপী প্রচারণা নিশ্চিত করতে চায়, যাতে প্রার্থী থাকা কিংবা না থাকা—সব আসনেই জনগণের কাছে দলের বার্তা স্পষ্টভাবে পৌঁছে দেওয়া যায় এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলা সম্ভব হয়।

হামিমকে কাছে ডেকে কথা বললেন তারেক রহমান

মোসাব্বির হত্যার পেছনে ব্যবসাকেন্দ্রিক বিরোধের ইঙ্গিত

খালেদা জিয়া ভোটাধিকার ও গণতন্ত্রের লড়াইয়ে সাহস যুগিয়েছেন: সাইফুল হক

২২ জানুয়ারি নির্বাচনের মাঠে নামছেন তারেক রহমান

জামায়াতের ডা. তাহেরের তুলনায় সম্পদে এগিয়ে বিএনপির কামরুল

আমিনুল হকের প্রধান আয়ের উৎস ব্যবসা, বছরে আয় ২০ লাখ টাকার বেশি

জুলাই গণঅভ্যুত্থান রক্ষা করতে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে

নির্বাচন উপলক্ষে ২৭০ জন ‘অ্যাম্বাসেডর’ নিয়োগ দেবে এনসিপি, তাদের কাজ কী

জামায়াত আমিরের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ

বহিষ্কৃত ৮ নেতাকে দলে ফিরিয়ে নিলো বিএনপি