হোম > রাজনীতি

গুমের শিকার ব্যক্তিরা ফিরে না আসা পর্যন্ত পাশে থাকবো: এমএ মালিক

স্টাফ রিপোর্টার

আগামীতে ক্ষমতায় এলে গুম-খুনের পরিবারের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্যের সভাপতি এমএ মালিক।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংলগ্ন হাইকোর্ট ভবনের প্রধান গেটের সামনে 'মায়ের ডাক'-আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

সীমান্তে ক্রসফায়ারে হত্যা থামেনি জানিয়ে মালিক বলেন, সীমান্তে এখনও ক্রসফায়ারে মানুষকে হত্যা করছে। কিন্তু এসব ঘটনা তেমন কোনো সংবাদমাধ্যমে আসছে না। এজন্য গুমের শিকার ব্যক্তিরা যতদিন পর্যন্ত ফিরে না আসবেন, ততদিন আমি তাদের পরিবারের সন্তানদের পাশে থাকবো। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে, আমরা ইনশাআল্লাহ সত্য-ন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করবো । এছাড়া যারা গুম-খুনের শিকার হয়েছেন, সেসব পরিবারকে আমরা পৃষ্ঠপোষকতার দায়িত্ব নেবো।

তিনি বলেন, গত ১৫ বছর দেশে গুম-খুন জারি ছিল। কিন্তু সরকার পরিবর্তন হলেও এখন কেন ন্যায়বিচার পাচ্ছেন না তারা। তাদের সন্তানরা অনেকভাবেই লাঞ্ছিত ও অবহেলিত। এছাড়া বিগত সরকারের আমলে এই রাষ্ট্র একটা জেলে পরিণত ছিল। ভারতীয়রা তাদের একটা পাপের সরকার তৈরি করেছিল। আমাদের সালাহউদ্দিন কাদের সহ কাউকেই ছাড়েনি সেই পাপের সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও তারা ছাড়েনি।

দেশে এখনও ভারতীয় নিয়ম চলমান রয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন না হওয়ার জন্য আরেকটা গোষ্ঠী বিশেষ করে ভারতের সঙ্গে আঁতাত করে ষড়যন্ত্র চালাচ্ছে। বাংলাদেশের সাম্য-মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠা যেন না হয়; তারা সেই পাঁয়তারা করছেন। তবে গণতান্ত্রিক সরকার না হলে অনেক সমস্যার সমাধান হবে না। বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। একইসঙ্গে জুলাই-আগস্টে শহীদ-আহতদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

মায়ের ডাকের সংঘটক সানজিদা ইসলাম তুলি বলেন, জোরপূর্বক গুমের ঘটনাগুলোর দ্রুত তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় অগ্রগতির দাবি জানানোর জন্যই আজকের এই আয়োজন। আমরা গুমের শিকার পরিবারের মুখে হাসি দেখতে চাই। তারা যেন এভাবে আর রাজপথে দাঁড়াতে না হয়।

মানববন্ধনে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম-খুনের ব্যক্তিদের স্বজনরা উপস্থিত ছিলেন। তারা তাদের নিখোঁজ স্বজনদের ফিরিয়ে দিতে সরকারের কাছে আকুতি জানান। একইসঙ্গে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানানো হয়।

সেনাবাহিনীর উদ্দেশে হাসনাতের পোস্ট

দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ আর মেনে নিবে না: রাশেদ প্রধান

সেনানিবাসে সাব-জেল বিচার বিভাগের স্বাধীনতায় অশনিসংকেত : এনসিপি নেতা নিজাম

হুমায়ুন কবিরকে যুগ্ম মহাসচিব করলো বিএনপি

বিএনপি না জামায়াত, কোন জোটে যাচ্ছে এনসিপি?

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের সাক্ষাতের সময় পরিবর্তন

প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির বৈঠক বিকেলে

শিক্ষকদের অবহেলা করে দেশের উন্নয়ন সম্ভব নয়

ভারত সরকারের বাংলাদেশবিরোধী অবস্থান বরদাশত করব না: কর্নেল অলি

ইসলামী ঐক্যজোটের একাংশের ভারপ্রাপ্ত মহাসচিব ইলিয়াস