হোম > রাজনীতি

এনসিপির ১৫ শতাধিক মনোনয়ন ফরম বিক্রি

স্টাফ রিপোর্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় মনোনয়ন ফরম বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ৩ হাজার। তবে ১৫ শতাধিক ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র। সে হিসেবে লক্ষ্যমাত্রার অর্ধেক মনোনয়ন ফরম বিক্রি করেছে তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপি।

গত ৬ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রি শুরু করে এনসিপি। প্রাথমিক ঘোষণা অনুযায়ী, মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন ছিল ১৩ নভেম্বর। পরদিন শুক্রবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। তিনি আরও জানান, চিকিৎসক, শিক্ষক, আলেমসহ বিভিন্ন শ্রেণির মানুষ ফরম সংগ্রহ করছেন। মানুষের আগ্রহ বিবেচনায় সময় বাড়িয়ে ২০ নভেম্বর পর্যন্ত করা হয়। লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ফরম।

তবে মনোনয়ন ফরম সংগ্রহের বর্ধিত সময় শেষ হয়েছে গত বৃহস্পতিবার। এনসিপির সংশ্লিষ্ট নেতারা গতকাল শুক্রবার জানান, মোট কতটি ফরম বিক্রি হয়েছে—তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। হিসাব শেষে জানানো হবে।

এনসিপির আবেদন ফরমের মূল্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে জুলাইযোদ্ধা ও নিম্ন–আয়ের ব্যক্তিদের জন্য মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা। দলটির কেন্দ্রীয় কার্যালয়, মুখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল), বিভাগীয় ১০ সাংগঠনিক সম্পাদকের কাছ থেকে অথবা nomination.ncpbd.org ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহের সুযোগ রাখা হয়।

এসআর

রমনায় দাঁড়িপাল্লার সমর্থনে নির্বাচনি মিছিল

ঢাকা–১০ আসনে জামায়াত প্রার্থীর মোটরবাইক শোভাযাত্রা

নির্বাচন পরিচালনায় এনসিপির ১৬ উপকমিটি গঠন

ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় এনসিপির শোক

ঢাকা-৯ আসনে ইসলামী আন্দোলন প্রার্থীর শোডাউন

প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা–১৪ আসনে আরমানের সমর্থনে গণমিছিল

প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদের সৌজন্য সাক্ষাৎ

তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ধানমন্ডিতে দোয়া মাহফিল

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি