হোম > রাজনীতি

নির্বাচনে বিএনপিকে শক্তিশালী মোর্চা গড়ে তুলতে হবে

রাজধানীতে মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

বিএনপি বড় দল হিসেবে দায়িত্ব বেশি বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনে বিএনপিকে গণতন্ত্র পুনরুদ্ধারে শক্তিশালী মোর্চা গড়ে তুলতে হবে।

বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির ওপর দায়িত্ব বেশি বর্তায়। সামনের নির্বাচনে বিএনপির ওপর দায়িত্ব বাড়ছে। বিএনপিকে সত্যিকার অর্থে এমন মোর্চা গড়ে তুলে ধরতে হবে যে মোর্চা অতীতে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, এবং গণতন্ত্রের জন্য লড়াই করবে। এই মোর্চাই আমাদের করতে হবে।

গণতন্ত্রকে কেবলমাত্র নির্বাচনের সময় সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং এটি হতে হবে ধারাবাহিক সামাজিক ও রাজনৈতিক প্রক্রিয়া— এমন মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তাদের সবাইকে নির্বাচন শেষ হওয়ার পরও সমান উদ্যমে কাজ করতে হবে। গণতন্ত্র শুধু ভোটের দিন নয়, প্রতিদিন রক্ষা করতে হয়।

ফখরুল ইসলাম বলেন, বিএনপি একটি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। পৃথিবীর আর কোনো লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি এইরকম অত্যাচার-নির্যাতন-নিপীড়ন-হত্যাযজ্ঞের মধ্য দিয়ে গেছে কি না আমি জানি না। ৬০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। ২০ হাজারের মতো নেতা-কর্মী শহীদ হয়েছেন।

বিএনপির মহাসচিব বলেন, দেশে একদিকে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় দেয়া হচ্ছে, অন্যদিকে একটি পক্ষ মব করছে। আমি মনে করি এই রায়ের গুরুত্ব কমিয়ে দেয়ার জন্য একটা বিশেষ মহল বিশ্বদৃষ্টিকে ভিন্ন খাতে নেয়ার জন্য এই কাজগুলো করছে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, গণতন্ত্র সংহত করতে সাংস্কৃতিক সহনশীলতা, ভিন্নমতকে সম্মান এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার পরিবেশ তৈরি করা জরুরি। শুধু নির্বাচন হলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না; শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেমন বিচার বিভাগ, নির্বাচন কমিশন, গণমাধ্যম ও সংসদকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

তারেক রহমানের ছবি ব্যবহার নিয়ে সংবাদ ভুলভাবে উপস্থাপন হচ্ছে: এনসিপি

চট্টগ্রাম বন্দর বিদেশি হাতে ‘তুলে দেওয়া’ গলার কাঁটা হয়ে দাঁড়াবে: ১২ দল

নয়টি আসনে লড়বেন ইসলামী যুব আন্দোলনের শীর্ষ নেতারা

জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইসির কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার সুপারিশ বিএনপির

নির্বাচনি প্রচারে তারেক রহমানের ছবি ব্যবহারে আপত্তি এনসিপির

লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলি চায় জামায়াত

ভারতে উত্থান ভারতেই পতন হাসিনার

যে আসনে নির্বাচনের ঘোষণা নুরের

বিএনপি-জামায়াতসহ ১২ দলের সঙ্গে ইসির বৈঠক আজ