আগ্রহীদের নিবন্ধনের আহ্বান
আগামীর নতুন বাংলাদেশ নিয়ে তরুণদের স্বপ্ন বা ভাবনা জানতে চান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এজন্য ‘হ্যালো আওয়ার লিডার, আমিরে জামায়াত মিটস জেনজি’ শীর্ষক একটি ইভেন্টের আয়োজন করছে দলটি। এতে তরুণদের প্রাণ খুলে অংশগ্রহণের আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন দলটির আমির। তবে ইভেন্টটির স্থান ও সময় এখনো প্রকাশ করা হয়নি।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ভিডিওবার্তায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, তরুণ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, তবুও জানতে ইচ্ছে করে তোমরা কেমন আছো? আজকে তোমাদের সামনে আসাটা আগামীর বাংলাদেশে তোমাদের স্বপ্ন তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করি এর গর্বিত অংশীদার হয়ে আগামীর বাংলাদেশ গঠনে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করব। তোমাদের সঙ্গে নিয়েই কাজ করব।
তিনি বলেন, আমি এবং আমরা তোমাদের নিয়ে স্বপ্ন দেখি। তোমরা কি স্বপ্ন দেখে থাকো তোমাদের প্রিয় বাংলাদেশকে নিয়ে। এ বিষয়ে তোমাদের সঙ্গে আমাদের দারুণ একটা ইভেন্ট জমে উঠবে আশা করছি শিগগিরই। আমি আশা করব তোমরা এতে সাড়া দিবে। তোমরা কীভাবে তোমাদের প্রিয় বাংলাদেশকে দেখতে চাও, কারণ তোমাদের সাক্ষী রেখেই আমরা বলতে চাই আমাদের সব প্রয়াস হচ্ছে তোমাদের জন্য একটা নিরাপদ-সম্মানজনক জনপদ গড়ে দেওয়া।
জামায়াত আমির বলেন, এ দেশের গর্বিত নাগরিক হয়ে যেখানেই যে থাকুক, পরিচয় দিবা যে আমি একজন বাংলাদেশি। সেই বাংলাদেশটাই আমরা গড়তে চাই। মানবিক, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন এবং এগিয়ে যাওয়া একটা বাংলাদেশ আমরা তোমাদের হাতে তুলে দিতে চাই।
ডা. শফিকুর রহমান বলেন, তারুণ্যসমৃদ্ধ নেতৃত্ব সামনে এগিয়ে আসুক এটা আমাদের একান্ত কামনা। তোমাদের এই নেতৃত্ব তৈরিতে অবদান রাখা আমাদের গুরুদায়িত্ব। বয়সের একটা পর্যায়ে আমরা এসে দাঁড়িয়েছি, এখন বাংলাদেশ তোমাদেরই এবং আমি স্বস্তির সঙ্গে বলি এ বাংলাদেশ মানে তরুণ, তরুণদের বাংলাদেশ। সেই তরুণদের নিয়ে ইনশাআল্লাহ আমাদের আসর হবে, ইভেন্ট হবে। তিনি বলেন, এই ইভেন্টে সবাইকে প্রাণ খুলে অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি। আমরা মিলেমিশে একসঙ্গেই আমাদের গর্বের বাংলাদেশ, নতুন বাংলাদেশ, শান্তির বাংলাদেশ, অগ্রগতির বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ব।
সূত্রমতে, ‘হ্যালো আওয়ার লিডার, আমিরে জামায়াত মিটস জেনজি’ ইভেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে এবং অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে নির্ধারিত ওয়েবসাইটে (https://www.our-leader.net) ভিজিট করতে হবে। এছাড়া ইভেন্ট রেজিস্ট্রেশন টিউটোরিয়াল ও অন্যান্য তথ্য সম্পর্কে ফেসবুকে একটি পেজ খোলা হয়েছে (https://www.facebook.com/OurLeader.BJI)।
ইভেন্টটিতে জামায়াত আমিরের সঙ্গে মুখোমুখি কথা বলা, প্রশ্ন জিজ্ঞাসা করা এবং মতামত প্রকাশ্যে ভাগ করে নেওয়ার সুযোগ থাকবে।
নিবন্ধন প্রক্রিয়া: আগ্রহী তরুণকে মোবাইল ফোন দিয়ে বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রস্তাবনা বা কোনো প্রশ্ন সংক্ষেপে ও শালীনভাবে ‘আওয়ার লিডারের’ উদ্দেশ্যে ভিডিও করতে হবে। ভিডিওটিতে যেন আন্তরিকতা, স্পষ্টতা ও উদ্দেশ্য পরিষ্কারভাবে ফুটে ওঠে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
তৈরি করা ভিডিওটি নিজের ফেসবুক/ইনস্টাগ্রাম/টিকটক অ্যাকাউন্টে পোস্ট করে অবশ্যই নির্ধারিত অফিসিয়াল ইভেন্ট হ্যাশট্যাগ (#helloourleader, #hello_our_leader) ব্যবহার করতে হবে। পোস্টটি অবশ্যই পাবলিক সেটিংয়ে রাখতে হবে, যাতে আয়োজকরা তা দেখতে পারেন।
পরে ওয়েবসাইটে গিয়ে (www.our-leader.net) রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে নির্ধারিত ঘরে ভিডিওর পাবলিক লিংকটি যুক্ত করতে হবে। জমা দেওয়া সব ভিডিও পর্যালোচনা ও যাচাই করা হবে। নির্বাচিত অংশগ্রহণকারীদের ইমেইলের মাধ্যমে পরবর্তী করণীয় জানিয়ে দেওয়া হবে।
যোগ্যতার শর্তাবলি : নিবন্ধন প্রক্রিয়া চলাকালে প্রদত্ত সব তথ্য অবশ্যই সত্য, নির্ভুল এবং সম্পূর্ণ হতে হবে। মিথ্যা, বিভ্রান্তিকর, বা অসম্পূর্ণ তথ্য জমা দেওয়ার ফলে পরবর্তী নোটিশ ছাড়াই তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করা হবে। শুধু ১৮ থেকে ৩০ বছর বয়সী ব্যক্তিরা অংশগ্রহণের যোগ্য হবেন।
অংশগ্রহণের নিশ্চয়তা ইমেলের মাধ্যমে জারি করা হবে। আয়োজকরা তাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে যে কোনো আবেদন প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করেন।
নিবন্ধন, নির্বাচন, যোগ্যতা, অথবা ইভেন্টের সঙ্গে সম্পর্কিত অন্য যে কোনো বিষয়ে আয়োজক কমিটির সব সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক হবে। কোনো আপিল, চিঠিপত্র বা বিরোধ গ্রহণ করা হবে না।