জাতীয় যুবশক্তির ‘জাতীয় প্রতিনিধি সম্মেলন’ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। এনসিপির এ যুব উইংয়ের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা এবং আগামীর রাজনৈতিক পরিকল্পনা নির্ধারণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সোমবার যুবশক্তির যুগ্ম সদস্যসচিব শাওন মাহফুজ জানান, পরীবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মঙ্গলবার বিকেল ৪টায় এ সম্মেলন শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে এনসিপি ও যুবশক্তির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।