হোম > রাজনীতি

নির্বাচনে সেনাবাহিনীর পূর্ণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োজন

সেমিনারে বক্তারা

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরাপদ করতে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানের করতে হবে। এতে ভোট কারচুপি ও সহিংসতা প্রতিরোধ করা সম্ভব। দেশ স্থিতিশীল থাকবে।

বৃহস্পতিবার সকালে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠনের উদ্যোগে ‘নির্বাচনে সুষ্ঠু ভোট নিশ্চিতকরণে সশস্ত্র বাহিনীর ভূমিকা: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

সেমিনারে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করতে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। সরকার নির্বাচনি পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। ফলে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে সন্দেহ বাড়ছে।

তিনি আরও বলেন, আদৌ নির্বাচন হবে কি না, সেই প্রশ্নও জনগণের মনে তৈরি হচ্ছে। তাই সেনাবাহিনীসহ সব বাহিনীকে জনগণের পাশে থাকতে হবে। তাহলে ফ্যাসিবাদমুক্ত সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন বানচালের জন্য বিদেশি প্রভাব ও নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠীর কিছু নেতা স্বতন্ত্র প্রার্থিতার আড়ালে চক্রান্ত করছে। নিষিদ্ধ বা বিতর্কিত রাজনৈতিক শক্তিগুলো নির্বাচনে অংশ নিলে অরাজকতা বাড়বে। তাই নির্বাচন কমিশনকে কঠোর থাকতে হবে। জনগণকে সচেতনভাবে ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তন ঠেকাতে হবে।

বাংলাদেশ আম জনগণ পার্টির সদস্য সচিব ফাতিমা তাসনীম বলেন, দীর্ঘ ১৬ বছর তরুণসহ সাধারণ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। নতুন সরকারের প্রতি জনগণের আস্থা ধরে রাখতে সুষ্ঠু নির্বাচন জরুরি। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ভোট দখলের শঙ্কা রয়েছে।

সেমিনারে লিখিত বক্তব্য এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন সভাপতি লেফটেন্যান্ট (অব.) সাইফুল্লাহ খান বলেন, সহিংসতা, পেশিশক্তি ও প্রশাসনিক পক্ষপাতমুক্ত নির্বাচনি পরিবেশেই বড় চ্যালেঞ্জ। তাই সেনাবাহিনীকে রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত রেখে পেশাদার ও নিরপেক্ষ ভূমিকা পালনের সুযোগ দিতে হবে।

সেমিনারে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রোকন উদ্দিন বলেন, অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, ভোট কারচুপি ও সহিংসতায় দলীয় প্রশাসনই মূল ভূমিকা রাখে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য সশস্ত্র বাহিনীকে পূর্ণ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে মাঠে নামানো জরুরি। এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মুশফিকুর রহমানের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য সবুজ আন্দোলনের সভাপতি বাপ্পী সরকার প্রমুখ।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার তারিখ পুনর্বিবেচনার আহ্বান এনসিপির

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময়সূচি পরিবর্তনের দাবি শিবিরের

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে

মির্জা আব্বাসের বিপক্ষে মনোনয়ন নিলেন সেই রিকশা চালক

বিএনপির ৫৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনদের ভিত্তিতে গঠন করতে হবে: এনসিপি

কেয়ারটেকার পুনর্বহালে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে

গোপালগঞ্জ–২ আসনের প্রার্থী পরিবর্তন করতে তারেক রহমানের নেতাকর্মীদের চিঠি

এখনই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: ড. হেলাল উদ্দিন

একমাত্র ইসলামই সকল মানুষের অধিকার নিশ্চিত করতে পারে