বাংলাদেশ লেবার পার্টি
শেরপুরের ঝিনাইগাতীতে শান্তিপূর্ণ নির্বাচনি ইশতেহার-পাঠ অনুষ্ঠানে প্রকাশ্যে সশস্ত্র হামলায় উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে নৃশংস ও বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম।
বৃহস্পতিবার লেবার পার্টির দপ্তর সম্পাদক মো. মিরাজ খান স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে নেতারা বলেন, সম্পূর্ণ শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে প্রতিহিংসাপরায়ণভাবে বিএনপি ও যুবদলের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে একজন রাজনৈতিক নেতাকে হত্যা করেছে এবং প্রার্থীসহ শতাধিক নেতাকর্মী, সাংবাদিক ও সাধারণ মানুষকে আহত করেছে। সন্ত্রাসের মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার এই অপচেষ্টা দেশের জনগণ কখনোই মেনে নেবে না।
তারা বলেন, আহতদের হাসপাতালে নেওয়ার সময় সন্ত্রাসীদের পথে পথে বাধা ও অবরোধ সৃষ্টি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার অনুপস্থিতি প্রশাসনের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতাকে গুরুতর প্রশ্নবিদ্ধ করেছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। লেবার পার্টি অবিলম্বে মাওলানা রেজাউল করিমের হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে সব নির্বাচনি কর্মসূচিতে নিরপেক্ষ নিরাপত্তা নিশ্চিত করে সন্ত্রাসমুক্ত পরিবেশে জনগণের ভোটাধিকার রক্ষায় নির্বাচন কমিশনের কার্যকর হস্তক্ষেপ একান্ত জরুরি।
লেবার পার্টির নেতারা বলেন, শহীদের রক্ত বৃথা যাবে না। দেশের শান্তিকামী মানুষ ঐক্যবদ্ধভাবে সব সন্ত্রাস, জুলুম ও অপশক্তির বিরুদ্ধে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে। নেতৃদ্বয় অবিলম্বে এই হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।