জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার প্রচারণার ভ্যানে মধ্যরাতে ককটেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত সাড়ে ১২টায় রাজধানীর বাংলামোটরে দলটির প্রধান কার্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। এরপরই বৃষ্টি উপেক্ষা করে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগে মেট্রোস্টেশনের নিচে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জুলাই পদযাত্রা উপলক্ষ্যে এনসিপির অধিকাংশ কেন্দ্রীয় নেতা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করছেন। ঢাকায় থাকা দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের নেতৃত্বে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল বের করা হয়।
শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে আদীব বলেন, বিভিন্ন সময় আমরা দেখেছি দেশের বিভিন্ন স্থানে শহীদ পরিবারের সদস্যরা আক্রান্ত হচ্ছেন। ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা শহীদদের কবরগুলোতেও আক্রমণ করেছে। বিভিন্ন সময় আমাদের সহযোদ্ধাদের ওপর হামলা হয়। কোথাও কোনো আন্দোলন হলে পুলিশও জুলাইয়ের আহত সহযোদ্ধাদের ওপর হামলা করে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। এর অংশ হিসেবে ঢাকায় ডিজিটাল ডিসপ্লে দিয়ে ভ্যান সাজানো হয়েছে। বুধবার রাত ১২টার দিকে বাংলামোটরে দাঁড় করিয়ে রাখা পদযাত্রার ভ্যানে ককটেল ছুড়ে দুর্বৃত্তরা। এতে ভ্যানের লাখ টাকা দামের ডিসপ্লেটি ক্ষতিগ্রস্ত হয়। এর কয়েকদিন আগেও দলের কার্যালয়ের সামনে ককটেল হামলার ঘটনা ঘটেছে। এভাবে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা চলছে, যা সফল হবে না।
বিক্ষোভ সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ, নিজাম উদ্দিন, যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহ, এসএম শাহরিয়ার, যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।