হোম > রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

আতিকুর রহমান নগরী

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রোববার আড়াইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও চলমান দলীয় অবস্থান তুলে ধরা হতে পারে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় দেশজুড়ে উদ্বেগ তৈরি করেছে। গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

রোববার খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। তবে সংক্রামণ ঝুঁকির কারণে কাউকেই ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না।

এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যত খোঁজ নিতে এভারকেয়ারে আসেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন।

তিনি বলেন, আপডেট আমি বলতে পারবো না। এই সম্পর্কে ডাক্তাররা রয়েছেন, তারা বলতে পারবেন। আমি আসছিলাম এখানে দেখা করার জন্য। সবাই দোয়া করি, আপনারা দোয়া করবেন—দলের তরফ থেকেও দোয়া চাওয়া হয়েছে। যাতে সুস্থ করে উনাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

খালেদা জিয়াকে দেখতে মানিকগঞ্জের সিংড়া থেকে এসেছিলেন সিংড়া উপজেলার সাবেক চেয়ারম্যান আবিদুর রহমান খান রোমান।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। তিনি ফিরে আসুক—এটাই আমাদের চাওয়া। আমরা বলি, আল্লাহ তুমি তাকে রোগমুক্ত করে আমাদের ১৮ কোটি মানুষের মাঝে ফিরিয়ে দাও।

ক্ষমতায় গেলে ইসলামী আইন চালুর প্রশ্নে যা বললেন জামায়াত আমির

২৭ নেতাকে সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রার্থী বহিষ্কার করল খেলাফত মজলিস

শহীদদের সম্মানে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন হাবিবুর

সোহরাওয়ার্দীতে জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

জামায়াত নেতা হত্যাকাণ্ডে, নিন্দা ও বিচার দাবি মামুনুল হকের

জামায়াত নেতা হত্যায় প্রশাসনের ব্যর্থতা ফুটে উঠেছে: জুবায়ের

শেরপুরের ঘটনায় নির্বাচনি ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রশ্নবিদ্ধ হয়েছে: জামায়াত আমির

দুই নেতা কেন মন্ত্রিত্ব ছাড়েননি, তারেক রহমানের প্রশ্নের জবাব দিলেন জামায়াত আমির

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ