হোম > রাজনীতি

‘খালেদা জিয়ার ত্যাগ যারা অস্বীকার করে তাদের জনগণ ভোট দেবে না’

স্টাফ রিপোর্টার

দোয়া মাহফিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। ছবি : আমার দেশ

খালেদা জিয়ার ত্যাগকে যারা অস্বীকার করে, জনগণ কখনোই তাদের ভোট দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

শুক্রবার দুপুরে বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ড হরিণাফুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

রহমাতুল্লাহ বলেন, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব যখনই সংকটে পড়েছে, তখনই বেগম খালেদা জিয়া আপসহীন দেশপ্রেমিকের ভূমিকা পালন করেছেন। জনগণের দেওয়া ‘দেশনেত্রী’ উপাধি তার অবদান ও ত্যাগেরই স্বীকৃতি। আগামী নির্বাচনে জনগণ খালেদা জিয়ার দল ও প্রতীককে বিজয়ী করে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে।

তিনি আরো বলেন, রমজানের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের দাবি একমাত্র বিএনপিই করেছিল। নির্বাচন নিয়ে কিছু রাজনৈতিক দল যে ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তফসিল ঘোষণার মাধ্যমে তা ভণ্ডুল হয়ে গেছে। তফসিল ঘোষণার পর এসব নির্বাচনবিরোধী মহল রাজনৈতিকভাবে হোঁচট খেয়েছে।

রহমাতুল্লাহ আশঙ্কা প্রকাশ করে বলেন, এই দলগুলো আবারও নির্বাচন বানচালের চক্রান্ত করতে পারে। তাই নির্বাচনবিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

কর্মসূচিতে জুলাইযোদ্ধা মো. হামিদুর ইসলাম শানু আকনের আয়োজনে এবং বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদ উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য মন্টু খান, মহানগর বিএনপির সদস্য জাহিদুর রহমান রিপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. তারেক সোলায়মান, যুগ্ম আহ্বায়ক মিলন প্রমুখ।

২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

হাদিকে গুলি: জড়িতদের গ্রেপ্তারের দাবি মহিলা জামায়াতের

ওসমান হাদির উপর গুলিবর্ষণের ঘটনা গুরুতর অশনিসংকেত: সাইফুল হক

রাতে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের দাবি মির্জা ফখরুলের

হাদির ওপর গুলিবর্ষণ নির্বাচন বানচালের চক্রান্তের অংশ: নূরুল ইসলাম বুলবুল

খেলাফত মজলিসের নায়েবে আমিরের ইন্তেকাল

নির্বাচনি পরিবেশ রক্তাক্ত করার নীলনকশা বাস্তবায়ন হচ্ছে

বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসে জামায়াতের তিনদিনের কর্মসূচি

হাদির ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ