হোম > রাজনীতি

ঢাকা-১২ আসনে হাতপাখা প্রার্থীর পরিবর্তনের যাত্রা

স্টাফ রিপোর্টার

পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ঢাকা-১২ (তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরে বাংলানগর) আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখার প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান মোমতাজী নির্বাচনি শোডাউন করেছেন।

শুক্রবার বাদ জুমা শোডাউনটি রহিম মেটাল জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু করে আসনের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তেজগাঁও ট্রাক স্টেশন এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে সমাপ্তি ঘটে।

এতে প্রধান অতিথি ছিলেন দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। উপস্থিত ছিলেন নগরনেতা হাফেজ নাজমুল হাসান, ঢাকা-১২ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক মঈন পাটোয়ারী, মাওলানা রুহুল আমিন, সদস্য সচিব হেলাল উদ্দিন সহ দায়িত্বশীলরা।

ঢাকা-১২ আসনের প্রার্থী ও তেজগাঁও রহিম মেটাল জামে মসজিদের খতীব মাওলানা মাহমুদুল হাসান মোমতাজী বলেন, পরিবর্তনের বার্তা নিয়ে নির্বাচনি ময়দানে হাজির হয়েছি। পুরোনো বন্দোবস্ত থেকে ফিরে এসে ৯২ ভাগ মুসলমানের আকাঙ্ক্ষা তথা ইসলামী অনুশাসন প্রতিষ্ঠা করার জন্য। ইকামতে দীন প্রতিষ্ঠার জন্য সবাই কাজ করতে হবে। ইসলাম ছাড়া মানুষের মুক্তি আসবে না। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ইসলামের বিকল্প নেই। তেজগাঁও ট্রাকস্ট্যান্ড জামে মসজিদে আসরের ইমামতি করেন মাওলানা মাহমুদুল হাসান। নামাজের পর সংক্ষিপ্ত আলোচনায় তিনি মুসল্লিদের দ্বীন বিজয়ের আন্দোলনে যার যার অবস্থানকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ৫৪ বছরের জঞ্জাল মুক্ত করে জনআকাঙ্খার বাংলাদেশ প্রতিষ্ঠা সময়ের অনিবার্য দাবি। তিনি বলেন, ভোটারদের একটিই কথা আমরা রাজনীতি বুঝি না। আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে মাদকমুক্ত সমাজ চাই। চাঁদাবাজমুক্ত দেশ চাই। ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার চেতনা দিলে লালন করতে হবে।

পাবনা-২ আসনে এনসিপির মনোনয়ন তুললেন মুহাম্মাদ আসাদুল্লাহ

একই দিনে দুই ভোট আয়োজনের সিদ্ধান্ত অযৌক্তিক ও জনবিরোধী

রাজধানীতে আ. লীগ ও অঙ্গ সংগঠনের আরো ৫ নেতাকর্মী গ্রেপ্তার

রংপুর-৬ আসনে এনসিপির মনোনয়ন সংগ্রহ মাসুমের

সরকার সব দলকে খুশি করলেও জনগণকে ফাঁকি দিয়েছে

এনসিপির ১ হাজার ১১ মনোনয়ন বিক্রি, লক্ষ্যমাত্রা ৩ হাজার

যে লক্ষ্য নিয়ে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল তা অর্জন করতে সরকার ব্যর্থ হয়েছে

প্রধান উপদেষ্টাকে কর্নেল অলির ধন্যবাদ

ঢাকা-১৩ আসনে জামায়াত প্রার্থীর ‘রান উইথ মোবারক’

গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের