হোম > রাজনীতি

অটোপাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না

সাংবাদিকদের সালাহউদ্দিন

আমার দেশ অনলাইন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদে থাকা সুপারিশ ২৭০ দিনের মধ্যে সংস্কার পরিষদ পাস না করলে অটোমেটিক পাস হয়ে যাবে, এটা হাস্যকর। পরীক্ষায় অটোপাসের মতো বিষয় সংবিধানে থাকতে পারে না।

মঙ্গলবার বিকেলে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে জোটভুক্ত হয়ে নির্বাচন করলেও প্রত্যেক দলের নিজস্ব প্রতীকে নির্বাচন করা উচিত— এমন বিধান আরপিওর আগের আইন বহাল রাখার অনুরোধ জানাতে আইন উপদেষ্টার কাছে এসেছি। আইন উপদেষ্টা জানিয়েছেন, বিষয়টি উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করবেন। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব।

তিনি আরো বলেন, আরপিও ২০ ধারার উপধারা নিয়ে আলোচনা করতে এসেছিলাম। যেটা প্রতীকীর বিষয়সহ বেশ কিছু বিধান। আমরা সব কিছুর সাথে একমত দিলেও প্রতীকের বিষয়ে একমত পোষণ করিনি। অডিন‍্যান্স পাশ হলেও আমাদের কর্নসার্নকে আমলে নেওয়া হয়নি। তাই আমরা একটা চিঠি দিয়েছি। আমরা আশা করি বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে নিজেদের প্রতীক থাকা দরকার। আগের বিধান বহাল রাখা হোক সেই দাবি জানিয়েছি।

জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্যের বদলে অনেক অনৈক্যের সুপারিশও করেছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো দল বলেনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন অবশ্যই হবে— সরকারের এ প্রস্তুতিতে আমরা আশ্বস্ত।

এদিন দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ প্রধান উপদেষ্টা কাছে হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ কমিশন সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের হাতে এ সুপারিশপত্র তুলে দেন।

আসিফ নজরুলের ওপর জনগণের আস্থা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির সাথে জোট গঠন নিয়ে যা বললেন রাশেদ খাঁন

এখন মনে হচ্ছে রেফারিই গোল দিচ্ছে: সালাহউদ্দিন

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের কাছে তিন দাবি এনসিপির

‘নোট অব ডিসেন্ট’ উপেক্ষা করা মানে জনগণের সাথে প্রতারণা

পাঁচ দফা দাবিতে ইসিতে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮ দল

জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে এটিই যথার্থ

কিছু দলের প্রস্তাব চাপিয়ে দেয়ার চেষ্টা করছে ঐকমত্য কমিশন

এনসিপি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে

গণতন্ত্র মঞ্চের শীর্ষ ৬ নেতার আসন জানতে চাইল বিএনপি