হোম > রাজনীতি

ভেনেজুয়েলায় হামলা প্রমাণ করে যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র নয় : ভাসানী জনশক্তি পার্টি

আমার দেশ অনলাইন

স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ভাসানী জনশক্তি পার্টি। দলটির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু ও মহাসচিব ড. আবু ইউসুফ সেলিমের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা জানানো হয়।

রোববার বিকালে রাজধানীর পুরাতন পল্টনের চায়ের গলি থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিজয়নগর, পানির ট্যাংকি ও পুরাতন পল্টন প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘মার্কিন বাহিনী কমান্ডো স্টাইলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভেনিজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি সভ্যতা বিরোধী, গণতন্ত্র বিরোধী ও মানবতা বিরোধী কাজ।’

তিনি আরো বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা প্রমাণ করে যুক্তরাষ্ট্র আদৌ কোনো গণতান্ত্রিক রাষ্ট্র নয়। এ সময় তিনি অবিলম্বে প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে সসম্মানে মুক্তির দাবি জানান ‘

ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম বলেন, ‘ভেনেজুয়েলা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং জাতিসংঘের সদস্য। কোনো রাষ্ট্র অপরাধ করলে তার বিচার করার এখতিয়ার জাতিসংঘের। যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হামলা জাতিসংঘ সনদের চরম লঙ্ঘন।’

তিনি জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘অবিলম্বে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মুক্ত করতে হবে এবং এই আগ্রাসনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় জাতিসংঘ তার গ্রহণযোগ্যতা হারাবে।’

সমাবেশে আরো বক্তব্য দেন ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস ও বিলকিস খন্দকার। সংহতি জানিয়ে বক্তব্য দেন—গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান এবং শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন—ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম সেলিম, মোশারফ হোসেন, আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মেহেদী হাসান তপন, দপ্তর সম্পাদক সরফরাজ হোসেন, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রম বিষয়ক সম্পাদক রতন দেওয়ান, মহিলা বিষয়ক সহ-সম্পাদক শাহানা বেগমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আসন্ন নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

চার দিনের লম্বা সফরে ঢাকার বাইরে যাচ্ছেন তারেক রহমান

এনসিপিকে ১০ আসন ছাড়ের খবর, যা বললেন ডা. তাহের

অতীতের মতো পাতানো নির্বাচন হলে ধ্বংসের দিকে যাবে দেশ

তারেক রহমানের নিরাপত্তা টিমে তিন সাবেক সেনা কর্মকর্তা নিয়োগ

আসন্ন নির্বাচনের পর বাংলাদেশের উন্নয়নে ইইউ’র সহযোগিতা চায় বিএনপি

তারেক রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধি দলের বৈঠক

প্রশাসনের ‘কিবলা’ একটি দলের পার্টি অফিসে: আসিফ মাহমুদ

প্রশাসনের পক্ষপাতিত্বে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে: আসিফ মাহমুদ

জামায়াত আমিরের সঙ্গে ইইউ কূটনীতিকের বৈঠক বুধবার