হোম > রাজনীতি

যে আসনে নির্বাচনের ঘোষণা নুরের

আমার দেশ অনলাইন

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলে দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে এক জনসভায় তিনি এ কথা বলেন।

নুর বলেন, গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক মার্কা নিয়ে তিনি এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ সময় সবার সহযোগিতা কামনা করেন তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ যে স্বপ্ন দেখেছে, সেই স্বপ্ন বাস্তবায়নে জাতীয় সরকার গঠন ছাড়া বিকল্প নেই। জাতীয় সরকার গঠিত হলে দেশে রাজনৈতিক শৃঙ্খলা ফিরে আসবে।

নুরের দাবি, শুধু দেশেই নয় বিশ্বব্যাপী তার যে পরিচিতি রয়েছে, তা কাজে লাগিয়ে পটুয়াখালী-৩ আসনের উন্নয়নই হবে তার মূল লক্ষ্য।

মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার পরদিন নিজ নির্বাচনি এলাকায় জনসভায় এসে নুর বলেন, রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোকে শিক্ষা নিতে হবে।

দেশে আবারও ফ্যাসিবাদের আলামত দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অতীতে নির্যাতন, গুম-খুন ও দখলবাজির যে সংস্কৃতি ছিল, তা কোনো রাজনৈতিক দল বা নেতার মুখোশ হয়ে উঠলে জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, যত বড় নেতা হোক না কেন, দখলবাজি-জুলুম করলে এলাকায় জনগণের কাছে কেউ পাত্তা পাবে না। দেশকে নতুন সংকটের দিকে ঠেলে দেওয়া যাবে না। আঞ্চলিক পর্যায়ের কিছু নেতার অতিউৎসাহী ভূমিকার কারণে জাতীয় ঐক্য বিঘ্নিত হচ্ছে, যা দেশের জন্য অশনিসংকেত।

নূর ঘোষণা দেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সমঝোতার নির্বাচনই দেশের জন্য মঙ্গলজনক। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগি করে নির্বাচন দিলে তা স্থিতিশীলতা ও উন্নয়নে সহায়ক হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে প্রতিনিধি হতে পারলে জামায়াত, বিএনপি, ইসলামী আন্দোলনসহ সব রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বসে চর এলাকার উন্নয়ন পরিকল্পনা করা হবে। দীর্ঘদিনের অবহেলায় এখানে যোগাযোগব্যবস্থা ও জীবনমান পিছিয়ে পড়েছে।

ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জামায়াত নেতাদের শুভেচ্ছা

‌ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের সমর্থনে মিছিল ও গণসংযোগ

ফ্যামিলি কার্ড দেখিয়ে চাঁদাবাজদের প্রতারণা রুখতে সজাগ থাকার আহ্বান

ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের, যুক্ত হলো আরেকটি দল

ক্ষমতায় গেলে নবী (স.) এর আদর্শে রাষ্ট্র পরিচালনা করা হবে

চট্টগ্রামে তারেক রহমান; কাল চার জেলায় ৬ জনসভা

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান-সবার জন্য আমরা ন্যায়বিচার নিশ্চিত করব

বিএনপি গণমানুষের দল জনগণই আমাদের শক্তি

২১ বছর পর চট্টগ্রামের মাটিতে পা রাখলেন তারেক রহমান

মাদক, চাঁদাবাজ ও সন্ত্রাসকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে: মির্জা আব্বাস