হোম > রাজনীতি

ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি ড্যাব নেতাদের

স্টাফ রিপোর্টার

আগামী ২০২৬ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতারা।

তারা বলেন, ‘কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে তা নিশ্চিত করাই আমাদের অন্যতম কর্তব্য। বর্তমানে একটি চিহ্নিত গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে বলেও দাবি করেন তারা।

রোববার দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের কনফারেন্স রুমে ড্যাবের আসন্ন নির্বাচন ঘিরে আয়োজিত মতবিনিময় সভায় ড্যাব নেতারা এসব কথা বলেন।

সভায় জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের ড্যাবের অনুসারী প্রায় পাঁচ শতাধিক চিকিৎসকেরা অংশ নেন।

ড্যাবের সাবেক সহ-সভাপতি ডা. বি গণি ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু। সভা সঞ্চালনা করেন ডা. একরামুল রেজা টিপু ও ডা. শাহরিয়ার মো. কবির হোসেন পল্লব ।

সভায় বক্তারা চিকিৎসকদের অধিকার, সংগঠনের কাঠামোগত দুর্বলতা, ভোটার তালিকায় বৈষম্য, কর্মপরিবেশের অবনতি এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয় অর্জনে ড্যাবের করণীয় নিয়ে আলোচনা করেন।

ড্যাব নেতারা বলেন, আসন্ন ড্যাব নির্বাচন শুধু একটি সংগঠনের নেতৃত্ব নির্ধারণের নির্বাচন নয়, এটি চিকিৎসক সমাজের ন্যায়বিচার, গণতন্ত্র ও অস্তিত্ব রক্ষার সংগ্রাম।

তারা বলেন, চিহ্নিত একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ফায়দা হাসিলের চেষ্টা করছে। এ অপশক্তিকে রুখতে হবে। আওয়ামী ফ্যাসিস্ট শক্তির প্রেতাত্মারা নানা ছলচাতুরী করে আবারও জাতীয়তাবাদী শক্তিকে কোণঠাসা করতে চাইছে, কিন্তু ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী চিকিৎসক সমাজ তা সফল হতে দেবে না।

ড্যাবের সাবেক সহ-সভাপতি ডা. বি গণি ভূঁইয়া বলেন, সদ্য বিদায়ী ড্যাব কমিটি রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণভাবে বহু ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য চিকিৎসককে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। এটি সরাসরি সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি এবং চিকিৎসক সমাজের প্রতি অবিচার। আমরা একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটার তালিকার দাবিতে অনড় থাকব।

ডা. এ টি এম নুরুন্নবী শাহ বলেন, দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে ড্যাব হবে আমাদের অগ্রগামী সংগঠন। এই সংগঠনকে দিয়ে আমরা চিকিৎসকদের অধিকার ফিরিয়ে আনব।

প্রধান অতিথি ডা. রফিকুল কবির লাবু বলেন, ড্যাব হতে হবে একটি সংগ্রামী, সাহসী ও আদর্শিক সংগঠন, যেখানে চিকিৎসকদের সত্যিকারের নেতৃত্ব গড়ে উঠবে। যারা মুখোশ পরে জাতীয়তাবাদের নাম ভাঙিয়ে অপশক্তির দোসর হয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ঢাকা–৭ আসনে জামায়াতের নির্বাচনি সমাবেশে অস্ত্রসহ আটক ২

প্রবাসী ভোটারদের প্রতি যে আহ্বান জানালেন জামায়াত আমির

ব্রাহ্মণবাড়িয়ায় খেজুর গাছ ও মাথাল প্রতীকে ভোট চাইলেন তারেক রহমান

যারা নির্বাচন বানচাল করতে চায়, তারা গণতন্ত্র ও দেশের শত্রু: আমীর খসরু

দোয়া মাহফিল দিয়ে নবী উল্লাহ নবীর ধানের শীষের প্রচার শুরু

উন্নয়নের স্বার্থে সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে

প্রথমদিন সারা দেশে উৎসবমুখর প্রচারে হাতপাখার প্রার্থীরা

আমরা ক্ষমতায় গেলে চা শ্রমিকদের ফ্যামিলি কার্ড দেবো: তারেক রহমান

তারেক রহমানের পক্ষে গণজোয়ার গড়ার আহ্বান জানালেন সালাম

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প