হোম > রাজনীতি

একই দিনে গণভোট নিয়ে ব্যাখ্যা দাবি ৮ দলের

আন্দোলন চালানোর ঘোষণা, শিগগিরই কর্মসূচি

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

জাতীয় নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্তে যে সংকট ও সংশয় সৃষ্টি হয়েছে, তা নিরসনে সরকারের কাছে ব্যাখ্যা দেয়ার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীসহ আন্দোলনরত ৮ দল। একইসঙ্গে পাঁচ দফা দাবির আংশিক পূরণ হলেও তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জোটের নেতারা। এ বিষয়ে ৮ দলের লিয়াঁজো কমিটি বৈঠক করে সময়মত কর্মসূচি ঘোষণা করবে বলেও জানানো হয়েছে।

রোববার দুপুরে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষ যৌথ সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কথা জানান।

তিনি বলেন, আমাদের দাবির একটি অংশ হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির বিষয় আমরা ইতিবাচকভাবে দেখছি। এজন্য আমরা সরকারকে মোবারকবাদ জানাচ্ছি। তবে জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোটের সিদ্ধান্তে জাতির মধ্যে যে সংকট ও সংশয় দেখা দিয়েছে, তা সরকারকে দূর করতে হবে। এছাড়া প্রশাসনে রদবদলের ক্ষেত্রে একটি দলকে খুশি করার জন্য কোনো গোপন শলা পরামর্শ হওয়ার আশঙ্কার কথা জানিয়ে এ অবস্থান থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শেখ হাসিনার রায় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, এটা সরকারের ব্যাপার। আইন তার নিজস্ব গতিতে চলবে। বর্তমান সরকারের সময়ে বিচার কাজ নিরপেক্ষভাবে চলছে এবং ট্রাইব্যুনালের চলমান বিচারের প্রতি জাতির আস্থা আছে বলে জানান তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরো বলেন, রায় ঘিরে ফ্যাসিবাদী নাশকতার বিরুদ্ধে আগে যেভাবে আমরা মাঠে ছিলাম, এবারও ৮ দল সেভাবেই মাঠে থাকবে। আমরা ফ্যাসিবাদের নাশকতার কোনো সুযোগ দেব না।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ সহ খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও ডেভেলপমেন্ট পাটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান তারেক রহমানের

তারেক রহমানকে যে ৫ পদ্ধতিতে মতামত জানাতে পারবে জনগণ

জনসভার মঞ্চেই জামাতে নামাজ আদায় করলেন তারেক রহমান

জিন্স-কেডস পরে নির্বাচনি প্রচারে তারেক রহমান

দেশে ১৭ বছর পর লন্ডন থেকে একজন মুফতি এসেছেন: মিলন

এই দেশে আর ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না

মানুষ ফ্যামিলি কার্ড-ফ্ল্যাট চায় না, নিরাপদ জীবন চায়

নিজ আসন দিয়ে নির্বাচনি প্রচার শুরু করলেন জামায়াত আমির

নবীজির ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে

নির্বাচনি প্রচার: প্রথম দিনে কে কোথা থেকে শুরু করলেন