বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় রাজধানীর মোহাম্মদপুরে শতাধিক দুস্থ নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার মোহাম্মদপুর হাউজিং এস্টেট অ্যাপার্টমেন্ট বহুমুখী সমবায় সমিতির চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম স্বপন বলেন, তারেক রহমান সাহেবের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় আমরা দোয়া করেছি। তিনি দেশে ফিরে দেশের নেতৃত্ব দেয়ার সুযোগ পান এটাই আমাদের প্রত্যাশা। পাশাপাশি শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সামান্য সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত।
তিনি আরও বলেন, মানুষের উপকারের মাধ্যমে আমরা তারেক রহমানের জন্মদিনকে স্মরণ করেছি। সমাজের সবাই যদি অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তবে সমাজ আরও মানবিক হবে।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ড. আউয়াল বলেন, তারেক রহমান সবসময় জনগণের কথা চিন্তা করেন, তাই জন্মদিনে কোনও আয়োজন রাখেননি। আজ খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য এবং সাম্প্রতিক ভূমিকম্পে হতাহতদের জন্য দোয়া করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সহ-সভাপক মুনতাজের রহমান চঞ্চল, মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি জয়দেব জয়, কেন্দ্রীয় বিএনপি নেতা জাকির হোসেন, ছাত্রদল নেতা ডা. সাব্বির, মিরাজ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শাহ পরান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ শাখা ছাত্রদল নেতা ডা. সিফাত প্রমুখ।