আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৩৩ আসনের প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করেছে গণফোরাম। শনিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী দলের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ঢাকা-৬ এবং সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান মাগুরা-১ আসনে লড়বেন। এছাড়া দলের সভাপতি পরিষদের সদস্য এস এম আলতাফ হোসেন ঢাকা-৫, এ কে এম জগলুল হায়দার আফ্রিক নরসিংদী-৩, মোশতাক আহমেদ কুমিল্লা-৩, সেলিম আকবর চাঁদপুর-৩, সুরাইয়া বেগম বরগুনা-২, আনসার খান সিলেট-১, আব্দুল হাসিব চৌধুরী হবিগঞ্জ-৩, রতন ব্যানার্জী চট্টগ্রাম-৫, আবদুল হাফিজ ঝিনাইদহ-২, হিরন কুমার দাস বরিশাল-৬ ও গোলাম হোসেন আবাব সুনামগঞ্জ-৩ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
অন্যদিকে উপদেষ্টা পরিষদের সদস্য এ এইচ এম খালেকুজ্জামান ময়মনসিংহ-৮ এবং শান্তিপদ ঘোষ মৌলভীবাজার-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।
মহিলা গণফোরামের সদস্যসচিব শ্রাবনী মোস্তফা ঢাকা-৭, কোষাধ্যক্ষ শাহ নূরুজ্জামান নেত্রকোণা-৩, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী ঢাকা-৩, লতিফুল বারী হামীম ময়মনসিংহ-৯, সাংগঠনিক সম্পাদকদের মধ্যে মাহফুজুর রহমান মাসুম ঢাকা-২, রণজিত সিকদার চট্টগ্রাম-১৬, মামুনুর রশিদ মামুন জয়পুরহাট-২, আলী নুর খান বাবুল সাতক্ষীরা-২, জাহান শাহ কবির পারভেজ ঝালকাঠি-১, শিবু প্রসাদ দাস সিলেট-৬, এ কে এম রায়হান উদ্দিন ময়মনসিংহ-২, মীর্জা হাসান গাইবান্ধা-২, আজাদ হোসেন চাঁদপুর-১, বিশ্বজিৎ গাঙ্গুলী ফরিদপুর-৪। এ ছাড়া দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু পটুয়াখালী-৩, তথ্য ও গণমাধ্যম সম্পাদক টি এইচ এম জাহাঙ্গীর সুনামগঞ্জ-৫, প্রশিক্ষণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম নওগাঁ-৬, শিক্ষা সম্পাদক অধ্যাপক বকুল ইমাম ঝিনাইদহ-৩ আসন থেকে প্রার্থিতা করবেন।
এ ছাড়া উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে আন্তর্জাতিক সম্পাদক মো. গোলাম মোস্তফা ফেনী-১, কৃষিবিষয়ক সম্পাদক আজিজুর রহমান মজনু কিশোরগঞ্জ-৬, মহিলা সম্পাদক খনিয়া খানম ববি ঝিনাইদহ-৪, গবেষণা, পরিকল্পনা সম্পাদক সাইফুল ইসলাম চাঁদপুর-৫, শ্রম সম্পাদক মো. মজিবুর রহমান শিবলু ব্রাহ্মণবাড়িয়া-৫, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম পলাশ রাজবাড়ি-১, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোমেনা আহমেদ মুমু নোয়াখালী-১, সাংস্কৃতিক সম্পাদক সানজিদ রহমান শুভ ঢাকা-১০, শিল্প ও বাণিজ্য সম্পাদক ইকবাল জামাল জুয়েল ঢাকা-২০, জলবায়ু ও পরিবেশ সম্পাদক মো. সাইদুর রহমান কুষ্টিয়া-৩ এবং ছাত্রবিষয়ক সম্পাদক আজম রুপু পটুয়াখালী-১ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন।
সারা দেশের ১৩৩ আসনের প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করেন সুব্রত চৌধুরী বলেন, বাকি আসনগুলো আমরা পরবর্তী পর্যায়ে দেব। আজকে যাদের নাম নেই তারা সামনে সুযোগ পাবেন। এটা একটা আংশিক তালিকা, প্রাথমিক তালিকা। এখান থেকে অনেকে বাদও যেতে পারেন, আবার অনেক নতুন করে যুক্তও হতে পারেন।