হোম > রাজনীতি > বিএনপি

ফ্যামিলি কার্ডে স্বাবলম্বী হয়ে নারীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে

তানভীর আহমেদ রবিন

স্টাফ রিপোর্টার

ঢাকা-৪ আসনে (শ্যামপুর-কদমতলী) বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন বলেছেন, পরিবারের প্রত্যেক সদস্যকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে একটি ফ্যামিলি কার্ড। এই কার্ডের মাধ্যমে আমাদের নারীরা নিরাপত্তা পাবে এবং স্বাবলম্বী হয়ে পরিবার তথা রাষ্ট্রকে এগিয়ে নিতে সহযোগিতা করবে।

তিনি বলেন, “ফ্যামিলি কার্ড ছাড়াও পরিবারের পুরুষ সদস্য, সন্তানের সুষ্ঠু বিকাশ, তাদের বেড়ে ওঠা এবং বিপথগামী হওয়া থেকে বিরত রাখার জন্য সর্বমোট আটটি পরিকল্পনা গ্রহণ করেছে বিএনপি। যদি আমি ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করার সুযোগ পাই, তাহলে আটটি বিষয় নিয়ে কাজ করব।”

শনিবার রাজধানীর নির্বাচনি আসন-৪-এর কদমতলী থানাধীন ৫২ নম্বর ওয়ার্ডের নির্বাচনি প্রচারণার সময় ওয়ার্ড ক্যাপ্টেন মাঠে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

পরিবারের মহিলা সদস্যদের বাইরে সবার জন্য পর্যাপ্ত সুবিধা দেওয়া হবে বলে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ, যেখানে ঢাকা-৪ আসনের অনেক মানুষ কৃষিনির্ভর, তাদের জন্য বিএনপি কৃষি কার্ডের ব্যবস্থা করবে, যেখানে একজন কৃষক পর্যাপ্ত সার, পরামর্শ এবং ফসল আবাদের জন্য ব্যাংক লোন গ্রহণ করতে পারবেন; যার ফলশ্রুতিতে অর্থের অভাবে কোনো মানুষ সুবিধা থেকে বঞ্চিত হবে না।

এছাড়া প্রতিটি সন্তানের আনন্দঘন পরিবেশে বুদ্ধিবৃত্তিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষায় ভর্তুকি বাড়ানো এবং একাধিক ভাষায় দক্ষ করে তোলার লক্ষ্যে প্রশিক্ষণের ব্যবস্থাকরণ এবং শারীরিক বিকাশে সহায়তার জন্য পর্যাপ্ত খেলাধুলা ও সংস্কৃতিচর্চার ব্যবস্থাকরণ অন্তর্ভুক্ত। যেন আমাদের সন্তানেরা পড়াশোনা ও খেলাধুলায় মনোনিবেশ করে এবং তাদের মধ্যে মাদক জুড়ে বসতে না পারে।

ঢাকা-৪ (শ্যামপুর কদমতলী) নির্বাচনি এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে পর্যাপ্ত ব্যবস্থা নেই উল্লেখ করে তিনি বলেন, “আমাদের এলাকায় বিগত দিনে কোনো সরকারি হাসপাতাল না থাকায় আমরা পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে দূরে ছিলাম। পরক্ষণেই বেগম খালেদা জিয়া একটি হাসপাতাল স্থাপন করেন। তবে এর পরে আমরা সেখানেও পর্যাপ্ত সুযোগ-সুবিধা পাই না। কারণ, সেখানে না আছে ভালো ডাক্তার, না সেবা। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিএনপি স্বাস্থ্যসেবা পরিকল্পনা করেছে, যেখানে প্রতিটি সিটি করপোরেশনের আওতায় থাকবে একটি সরকারি হাসপাতাল আর সেখনে থাকবে বিনা মূল্যে সেবা “

তিনি আরো বলেন, “আমাদের সন্তানদের পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা নেই। কারণ, ফ্যাসিবাদী সরকারের আমলে ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখান থেকে লুটেপুটে খেয়ে এলাকার অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছে। আমরা বিএনপির করা কর্মসংস্থান পরিকল্পনার আওতাভুক্ত করে আমাদের এলাকার সব মিল-ফ্যাক্টরি পুনরায় চালু করব, যেন আমাদের সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং কেউ যেন হতাশাগ্রস্ত না হয়।

এছাড়া তিনি বলেন, বিএনপির করা আট পরিকল্পনার মধ্যে দূষণমুক্ত পরিবেশ একটি। আজ আমাদের প্রতিটি জায়গায় দূষণের মাত্রা অনেক বেশি, তাই পরিবেশ সুরক্ষায় এবং অবাধ ও নিরাপদ বিচরণের জন্য বিএনপির দূষণমুক্ত পরিবেশ ও মুক্ত জ্ঞানচর্চার জন্য উন্মুক্ত পরিবেশে পার্কের ব্যবস্থা করা হবে।

এ সময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও ঢাকা-৪-এর সাবেক তিনবারের সংসদ সদস্য মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ। বৃহত্তর শ্যামপুর বিএনপির সাবেক সভাপতি ও ঢাকা-৪ আসনের নির্বাচনি প্রধান সমন্বয়ক ইমরান আহমেদ রাসেল। ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম দীপু, সাধারণ সম্পাদক আবুল হাসেম আনিচসহ বিভিন্ন পর্যায়ের পুরুষ ও মহিলা নেতৃবৃন্দ।

হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুলের ভাগ্য নির্ধারণ কাল

১২ ঘন্টার মধ্যে ফলাফল ঘোষণা না হলেই বুঝবো অসৎ কোনো উদ্দেশ্য আছে

আরো ৪৪ নেতাকে বহিষ্কার করলো বিএনপি

বিএনপি সরকার গঠন করলে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে

ইমাম-মুয়াজ্জিনদের সরকারি ভাতা দেবে বিএনপি

জাইমা রহমানকে সামনে এনে কী বার্তা দিচ্ছে বিএনপি

আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখন দেশ গড়তে হবে

সিরাজগঞ্জে জনসভা মঞ্চে তারেক রহমান

ভুল সিদ্ধান্তে স্বাধীনতার অর্জন হুমকিতে পড়তে পারে

দুপুরে সিরাজগঞ্জে বিকেলে টাঙ্গাইলে বক্তব্য দেবেন তারেক রহমান