হোম > রাজনীতি > বিএনপি

বিএনপি সরকার গঠন করলে ফের খাল খনন কর্মসূচি শুরু হবে

সিলেটের জনসভায় তারেক রহমান

স্টাফ রিপোর্টার

ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়লাভ করলে সিলেটের বন্যা সম্যার সমাধানের জন্য আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসমাবেশে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, হাজার হাজার গুম-খুনের বিনিময়ে আজ আমরা এখানে লক্ষ জনতা একত্রিত হয়েছি। গত ১৫ বছর একটি দল ক্ষমতার নামে আরেকটি দেশের গোলাম হয়ে গিয়েছিল। তাই আমি বলেছি— দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।

বিএনপির চেয়ারম্যান বলেন, গত ১৫ বছর উন্নয়নের নামে দেশের কোটি টাকা লুট হয়েছে। তার প্রমাণ ঢাকা থেকে সিলেটে আসতে যে সময় লাগে, লন্ডনে যেতে এত সময় লাগে না।

তারেক রহমান বলেন, দেশের বেকারত্ব সমাধানে যুবকদের জন্য কাজের ব্যবস্থা করতে চাই। সেটা হয় দেশের ভেতর, না হয় দেশের বাইরে। আমরা যুবক ভাইদের স্বাবলম্বী করতে চাই।

তিনি বলেন, সবকিছুর মালিক আল্লাহ, কিন্তু কেউ কেউ বেহেস্তের টিকিট বিক্রির মাধ্যমে ভোট চাচ্ছে। নির্বাচনের আগেই তারা ঠকাচ্ছে, নির্বাচনের পরে তারা কি করবে সবাই বুঝে গেছে। অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন যারা বলছেন, তাদের ‘৭১ সালে দেশের মানুষ দেখেছে।

এদিন বেলা পৌনে ১১টার দিকে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারি আলিয়া মাদরাসা মাঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। জনসভাকে কেন্দ্র করে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই মাঠ ছাড়িয়ে আশপাশের রাস্তাঘাটে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।

আনুষ্ঠানিকভাবে গণসংযোগ উদ্বোধন করলেন ইশরাক

ঢাকা- ১৮ আসনে সন্ত্রাস-চাঁদাবাজদের ঠাঁই হবে না: এসএম জাহাঙ্গীর

একটি দল নির্বাচনের আগেই ঠকাচ্ছে, পরে কি হবে বুঝে নিয়েন

সিলেটে জনসমুদ্র থেকে তারেকের নির্বাচনি প্রচারণা শুরু

সিলেটে নির্বাচনি সভার মঞ্চে তারেক রহমানের পাশে ডা. জুবাইদা

সিলেটের জনসভায় ভোট চাইলেন তারেক রহমান

ইলিয়াস আলীর ছবি হাতে সিলেটের নির্বাচনি সমাবেশে বিএনপির নেতাকর্মীরা

জনসমুদ্রে পরিণত সিলেটের আলিয়া মাদরাসা মাঠ

বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু হচ্ছে আজ

তারেক রহমানের আগমনে উৎসবের নগরী সিলেট, রাত থেকে নেতাকর্মীদের অপেক্ষা