হোম > রাজনীতি > বিএনপি

একটি গোষ্ঠী জোটের ছদ্মবেশে দেশের পরিস্থিতি অস্থির করতে চাইছে

হাবিব-উন-নবী খান সোহেল

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

’৭১-এ যারা মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে এবং করিয়েছে, মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, একটা গোষ্ঠী জোটের ছদ্মাবরণে দেশের পরিস্থিতি অস্থির করতে চাইছে বলেও মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

শুক্রবার শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘বিস্ময়ের সঙ্গে লক্ষ করছি, মানুষ যখন অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, তখন নানামুখী ষড়যন্ত্রের কথাও কানে আসছে। জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রস্তুতি নিচ্ছেন। এর মানে এই নয়, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য যে আন্দোলন, তা আমরা বন্ধ করে দিয়েছি। কিন্তু আমাদের সেই আন্দোলন আন্দোলনের জায়গায় রয়েছে।

সোহেল বলেন, একটি গোষ্ঠী তাদের বিষদাঁত লুকিয়ে রেখে একেক সময়ে একেক কথা বলছে। তাদের টার্গেট একটাই, কোনোমতে ক্ষমতায় গিয়ে নিজস্ব চেহারা জনগণের সামনে তুলে ধরবে। সেই ভয়ংকর চেহারা জাতি আর দেখতে চায় না। ক্ষমতায় আসার জন্য এরা নানা রকম উদ্ভট ফতোয়া দেবে। জনগণ এই ধর্ম ব্যবসায়ীদের ব্যালটের মাধ্যমে প্রতিহত করবে।

বিএনপি নারীদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে দলের যুগ্ম মহাসচিব বলেন, পুরুষের প্রতি নির্ভরশীলতা কমানোর জন্যই এই কার্ড। যারা নারীকে ঘরে আবদ্ধ করতে চায়, তারাই বিষয়টি নিয়ে নানা বিভ্রান্ত ছড়াচ্ছে।

নাগরিক শোকসভা শুরু, সপরিবারে যোগ দিয়েছেন তারেক রহমান

তারেক রহমানের সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের ভার্চুয়াল বৈঠক

খালেদা জিয়ার স্মরণে শোকসভা আজ, থাকবেন তারেক রহমান

কুরআনের আলো পৃথিবীতে ছড়িয়ে দিন : সাইফুল হক

নানা উপায়ে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারেক রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, যমুনায় তারেক রহমান

হুম্মাম কাদের চৌধুরীর মনোনয়ন বৈধ

খালেদা জিয়ার স্মরণে লেখকদের শোকসভা

বিএনপির ৪ শাখার কমিটি স্থগিত