হোম > রাজনীতি > বিএনপি

শঙ্কামুক্ত মাহমুদুর রহমান মান্না

স্টাফ রিপোর্টার

বুকে ব্যথা হলে হাসপাতালে নেওয়া হয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তাকে রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়েছে। তবে অবস্থা গুরুতর কিছু নয়। তিনি শঙ্কামুক্ত।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১২টার দিকে মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে আনা হয়। কার্ডিওলোজি বিভাগের অধ্যাপক ডা. মো. আবু সেলিম তাকে দেখছেন। তবে গুরুতর কিছু নয়। তবুও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে বুকে ব্যাথা অনুভব করলে মান্নাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়৷ শুক্রবার রাত ১১টার পর দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমে ক্ষুদে বার্তা পাঠিয়ে তার অসুস্থতার বিষয়টি জানান।

তিনি বলেছেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। পিজিতে (বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়) নিয়ে যাচ্ছি। মাহমুদুর রহমান মান্নার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে দলের পক্ষ থেকে।

এর আগেও চব্বিশের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মান্না।

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

নাগরিক শোকসভা শুরু, সপরিবারে যোগ দিয়েছেন তারেক রহমান

একটি গোষ্ঠী জোটের ছদ্মবেশে দেশের পরিস্থিতি অস্থির করতে চাইছে

তারেক রহমানের সঙ্গে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের ভার্চুয়াল বৈঠক

খালেদা জিয়ার স্মরণে শোকসভা আজ, থাকবেন তারেক রহমান

কুরআনের আলো পৃথিবীতে ছড়িয়ে দিন : সাইফুল হক

নানা উপায়ে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করা হচ্ছে

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তারেক রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, যমুনায় তারেক রহমান

হুম্মাম কাদের চৌধুরীর মনোনয়ন বৈধ