হোম > রাজনীতি > বিএনপি

নির্বাচনি প্রচারে গিয়ে বিএনপি-জামায়াত প্রার্থীর কোলাকুলি

জেলা প্রতিনিধি, ফেনী

বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে জামায়াত ইসলামীর প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক। ছবি: আমার দেশ।

ফেনী-৩ আসনে নির্বাচনি প্রচারে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিকের সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের কাজিরপোল এলাকায় প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থী একে অপরকে বুকে টেনে নেন। এ সময় উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

এ সময় বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু জামায়াত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিককে জড়িয়ে ধরে বলেন, ‘আমার জন্য দোয়া কইরেন।’ জবাবে ডা. ফখরুদ্দিন মানিক মিন্টুকে বড় ভাই সম্বোধন করে বলেন, ‘আমিও আপনার দোয়া চাই। ভোটের মাঠে আমরা প্রতিদ্বন্দ্বী হলেও ভোটের পর আমরা সবাই ভাই। আপনি ও আমি অনেক ফোরামে একসঙ্গে কাজ করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’

দুই প্রার্থীর পারস্পরিক শ্রদ্ধাবোধ, শিষ্টাচার ও সৌজন্যমূলক আচরণ উপস্থিত নেতাকর্মী ও ভোটারদের বিমোহিত করে। রাজনৈতিক সৌন্দর্যের এমন দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।

গণসংযোগকালে বিএনপি প্রার্থীর সঙ্গে ছিলেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক ও মিন্টুর সহোদর ছোট ভাই আকবর হোসেন, বিএনপি নেতা ও ব্যবসায়ী রফিকুল ইসলামসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।

অন্যদিকে জামায়াত প্রার্থীর সঙ্গে ছিলেন দলটির ঢাকা দক্ষিণের শূরা সদস্য ও ব্যবসায়ী মেসবাহ উদ্দিন সাঈদসহ দলীয় নেতাকর্মীরা।

এ বিষয়ে ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিক বলেন, ‘মিন্টু ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে। আমি তাকে স্নেহধন্য বড় ভাই হিসেবে সম্মান করি। মনোনয়নপত্র দাখিলের দিনও আমাদের কোলাকুলি হয়েছে। পদ্ধতিগত কারণে আমরা দুই দলের প্রতিনিধি হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। জয়-পরাজয় আল্লাহর হাতে। তবে মিন্টু ভাইয়ের সঙ্গে আমার সুসম্পর্ক সবসময়ই থাকবে।’

উন্নয়ন ত্বরান্বিত করতে ধানের শীষে ভোট চাইলেন আবদুল আউয়াল মিন্টু

কাল যে ৩ জেলায় প্রচার চালাবেন তারেক রহমান

নির্বাচনি প্রচার শুরুর পর গুগল সার্চে কোন দল এগিয়ে

‎নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, বিএনপি প্রার্থীর সমর্থককে জরিমানা

রূপসায় ধানের শীষ প্রার্থীর গণসংযোগ

আরও ২১ নেতাকে বহিষ্কার করল বিএনপি

ভোটাধিকার রক্ষায় জনগণকে এগিয়ে আসার আহ্বান মির্জা আব্বাসের

ইসলামের নামে ভণ্ডামি করার কোনো সুযোগ নেই: জমিয়ত মহাসচিব

দেশের সর্বনাশ করে হাসিনা দিল্লি পালিয়ে গেছেন: মির্জা ফখরুল

খেলার মাঠ শাস্তির জায়গা নয়, ডাকসুর নেতার কাণ্ডে আমিনুলের নিন্দা